নয়াদিল্লি: বীর সাভারকরকে নিয়ে বিতর্কিত মন্তব্য করার জন্য কংগ্রেস হাইকমান্ডের কাছে রাহুল গাঁধীর বিরুদ্ধে অভিযোগ জানানোর কথা ভাবছে শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে। এমনই খবর সূত্রের। হিন্দুত্ববাদী আইকনকে নিয়ে মন্তব্য করার জন্য এর আগে গতকালই ওয়েইনাডের কংগ্রেস সাংসদের বিরুদ্ধে প্রকাশ্যে ক্ষোভ জানিয়েছিল শিবসেনা।
সম্প্রতি দেশের বিভিন্ন প্রান্তে নারী নির্যাতনের প্রেক্ষাপটে ঝাড়খণ্ডের সভা থেকে সরব হন প্রাক্তন কংগ্রেস সভাপতি। বলেন, মোদিজি বলেছিলেন মেক ইন ইন্ডিয়া। কিন্তু, এখন খবরের কাগজ খুললেই দেখা যাচ্ছে রেপ ইন ইন্ডিয়া।
রাহুলের এই মন্তব্যকে হাতিয়ার করে বিজেপি দাবি করে, তাঁকে ক্ষমা চাইতে হবে। স্মৃতি ইরানি সংসদে দাবি করেন, রাহুল মহিলাদের অপমান করেছেন, ভারতীয় পুরুষদের অপমান করেছেন। তাঁকে ক্ষমা চাইতে হবে।
কিন্তু, সঙ্গে সঙ্গে রাহুল জানিয়ে দেন, তিনি ক্ষমা চাইবেন না। কারণ, তিনি কোনও ভুল কথা বলেননি। শনিবার রামলীলা ময়দানের সভা থেকে সেই অবস্থান ব্যাখ্যা করতেই নাম না করে বিনায়ক সাভারকরের প্রসঙ্গ টানেন রাহুল। বলেন, আমি সত্যি কথা বলার জন্য কখনও ক্ষমা চাইব না। মরে গেলেও নয়। আমার নাম রাহুল গান্ধী। রাহুল সাভারকর নয়।
এতেই চটে যায় শিবসেনা। মহারাষ্ট্রে উদ্ধব ঠাকরে নেতৃত্বাধীন জোট সরকারের অন্যতম শরিক কংগ্রেস। কিন্তু, এই শিবসেনার কাছেও বিনায়ক দামোদর সাভাকরকর অত্যন্ত সম্মানীয় ব্যক্তি। রাহুলের মন্তব্যের পর শিবসেনা মুখপাত্র সঞ্জয় রাউত ট্যুইট করে বলেছেন, বীর সাভারকর শুধু মহারাষ্ট্র নয়, গোটা দেশের কাছে ভগবান। নেহরু, গান্ধীর মতোই সাভারকরও স্বাধীনতার জন্য লড়াই করেছিলেন। এমন সব দেবতাকে সম্মান করা উচিত।
সাভরকর-মন্তব্য: রাহুলের ওপর ক্ষুব্ধ উদ্ধব, অভিযোগ জানাতে পারেন কংগ্রেস হাইকমান্ডে
Web Desk, ABP Ananda
Updated at:
15 Dec 2019 12:37 PM (IST)
হিন্দুত্ববাদী আইকনকে নিয়ে মন্তব্য করার জন্য এর আগে গতকালই ওয়েইনাডের কংগ্রেস সাংসদের বিরুদ্ধে প্রকাশ্যে ক্ষোভ জানিয়েছিল শিবসেনা।
NEXT
PREV
খবর (news) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -