নয়াদিল্লি : ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে MPhil কোর্সের জন্য ভর্তি নেওয়া বন্ধ রাখুন। দেশের বিশ্ববিদ্যালয়গুলিকে নির্দেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের। UGC-র বক্তব্য, এটা স্বীকৃত ডিগ্রি নয়। UGC-র সেক্রেটারি মণীশ জোশি ছাত্রদের উপদেশ দিয়েছেন, তাঁরা যেন দেশের কোনও বিশ্ববিদ্যালয়ে MPhil কোর্সে যোগ না দেন।


সংবাদ সংস্থা পিটিআইকে তিনি বলেন, "ইউজিসি-র নজরে এসেছে কয়েকটি বিশ্ববিদ্যালয়  MPhil কোর্সের জন্য আবেদন আহ্বান করেছে। তাই জানানো হচ্ছে,  MPhil ডিগ্রি কোনও স্বীকৃত ডিগ্রি নয়। ইউজিসি-র ১৪ নম্বর রেগুলেশন (২০২২)- এ পরিষ্কার বলা আছে, উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানগুলি কোনও  MPhil কোর্স করাতে পারবে না।"


এই পরিস্থিতিতে তিনি ছাত্রদের কাছে MPhil কোর্সে ভর্তি না হওয়ার উপদেশ দিয়েছেন।  


একাধিক নতুন বিশ্ববিদ্যালয় গড়ে উঠছে দেশজুড়ে। এগুলির মধ্যে বেশ কয়েকটি এমন কোর্স করাচ্ছে যেগুলিতে ইউজিসি-র স্বীকৃতি নেই। গত ২৪ ডিসেম্বর, শিক্ষামন্ত্রী বলেন, গত পাঁচ বছরে গোটা দেশজুড়ে ১৪০টি মতো বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে। গুজরাতে সবথেকে বেশি সংখ্যক বিশ্ববিদ্যালয় গড়ে উঠেছে। এর পরেই রয়েছে মহারাষ্ট্র ও মধ্যপ্রদেশ। 


শিক্ষামন্ত্রকের তথ্য অনুসারে, গত ৫ বছরে গুজরাতে ২৮টি বেসরকারি বিশ্ববিদ্যালয় গড়ে উঠেছে। মহারাষ্ট্রে গড়ে উঠেছে ১৫টি বিশ্ববিদ্যালয়। এই সময়ের মধ্যে মধ্যপ্রদেশ ও কর্ণাটকে তৈরি হয়েছে যথাক্রমে ১৪ ও ১০টি বিশ্ববিদ্যালয়। 


ভারতে ক্যাম্পাস গড়তে পারবে বিদেশি বিশ্ববিদ্যালয়-


সম্প্রতি ইউনিভার্সিটি গ্রান্ট কমিশন জানায়, বিদেশের বিশ্ববিদ্যালয়গুলি (Foreign Universities) ভারতে তাদের ক্যাম্পাস তৈরি করতে পারবে। শুধু তা-ই নয়, এই ক্যাম্পাস পরিচালনার ব্যাপারে তারা স্বশাসিত সিদ্ধান্তও নিতে পারবে। ভর্তির প্রক্রিয়া, খরচের পরিকাঠামো - এইসব ব্যাপারে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষই সিদ্ধান্ত নিতে পারবে। গত ৮ নভেম্বর ইউজিসি- র এই নতুন নোটিফিকেশন প্রকাশ্যে আসে। ইউজিসি- র এই রেগুলেশনের ড্রাফট চলতি বছর জানুয়ারিতেই প্রকাশ করা হয়েছিল। জাতীয় শিক্ষা নীতি ২০২০ অনুসারে, এই নয়া নোটিফিকেশনের গাইডলাইন তৈরি করা হয়েছে। এর সাহায্যে বিশ্বের বিভিন্ন সেরা বিশ্ববিদ্যালয় এবার ভারতে কাজ করার সুযোগ পাবে।


বিশেষজ্ঞদের একাংশের মতে, ভারতীয়দের কিছু সংখ্যকের মধ্যে বিদেশে পড়াশোনা করতে যাওয়ার যে হিড়িক রয়েছে তা হয়তো ইউজিসি- র নতুন গাইডলাইনের ভিত্তিতে কিছুটা কমতেও পারে।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।