নয়াদিল্লি : দু'দিনব্যাপী জি ২০ সম্মেলনে যোগ দিতে ভারতে এসে পৌঁছতে শুরু করেছেন একের পর এক রাষ্ট্রনেতা। যে তালিকায় রয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনকও (Rishi Sunak)। বিশ্বপর্যায়ের নেতাদের সঙ্গে শুধু কূটনৈতিক আলোচনাই নয়, ভারতীয় বংশোদ্ভূত ঋষির ব্যক্তিগত অ্যাজেন্ডায় রয়েছে মন্দির ঘোরা থেকে জন্মাষ্টমী পালন। 


তিনি যে হিন্দু ধর্মাবলম্বী সে বিষয়ে প্রকাশ্যেই মুখ খোলা থেকে নিজের আস্থাপ্রকাশ করেছেন ঋষি সুনক। জি ২০ বৈঠকে যোগ দিতে হাজির হয়ে ঋষি বলেছেন, 'আমি গর্বিত এক হিন্দু। সেভাবেই বড় হয়েছি। আশা রাখি কোনও মন্দির দর্শনও করতে পারব, আগামী কয়েকদিনের জন্য এখানে (ভারত) রয়েছি।' হাতে রাখির সুতো দেখিয়ে সুনকের সংযোজন, 'ক'দিন আগেই পরিবারের লোকজনের সঙ্গে রাখির উৎসব কাটিয়েছি। তাড়াহুড়োর মাঝে সেভাবে জন্মাষ্টমীর উৎসব পালন করা হয়নি, সুযোগ পেলেও সেটাও করার ভাবনা রয়েছে।'


রাষ্ট্রনেতা হয়েও তিনি ঘোষিত ধর্মাবলম্বী। যে প্রসঙ্গে হাসিমুখে ঋষি সুনকের ব্যাখ্যা, 'জীবনে কোনও কিছুতে আস্থা রাখা গুরুত্বপূর্ণ। বিশেষ করে আমার মত কাজের ক্ষেত্রে শক্তি, সামর্থ্য থেকে স্থিরতা, এগুলো পেতে কোনও নির্দিষ্ট ভাবনা-বিশ্বাসে আস্থা রাখা গুরুত্বপূর্ণ বলেই মনে করি।'


এমনিতে ৯ ও ১০ সেপ্টেম্বর জি ২০ সম্মেলন ঘিরে সেজে উঠেছে দিল্লি। ঢেলে সাজানো হয়েছে প্রগতি ময়দান। রাজধানী জুড়ে রয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। ৩ দিনে বিভিন্ন দেশের রাষ্ট্রনেতাদের সঙ্গে ১৫ টিরও বেশি দ্বিপাক্ষিক বৈঠকে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Prime Minister Narendra Modi)। ইতিমধ্যেই দিল্লিতে পৌঁছে গিয়েছেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট অ্যালবার্টো ফার্নান্ডেজ। ওয়াশিংটন থেকে ভারতের এসে মোদির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক সারেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন। মার্কিন যুক্তরাষ্ট্র ছাড়াও মরিশাস, বাংলাদেশের রাষ্ট্রনেতাদের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী। আগামিকাল ব্রিটেন, জাপান, জার্মানি, ইতালির রাষ্ট্রপ্রধানদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন প্রধানমন্ত্রী। ১০ই সেপ্টেম্বর, ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাকরেঁর সঙ্গে মধ্যাহ্নভোজ সারবেন নরেন্দ্র মোদি। 






আরও পড়ুন- আতঙ্কিত পদক্ষেপ, নজর ঘোরানোর চেষ্টা, ভারত-ইন্ডিয়া নাম তরজায় কেন্দ্রকে আক্রমণ রাহুলের


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial