এক্সপ্লোর
Advertisement
ইরানের ছোঁড়া ক্ষেপণাস্ত্রে ভেঙে পড়ে ইউক্রেনের বিমান, ভিডিও প্রকাশ করে দাবি করল মার্কিন সংবাদমাধ্যম
সম্প্রতি প্রকাশ পাওয়া ওই ভিডিওয় দেখা যাচ্ছে, তেহরান বিমানবন্দরের কাছে পারান্দ এলাকার ওপর একটি ক্ষেপণাস্ত্র এসে আঘাত করছে বিমানটিতে।
নয়াদিল্লি: বুধবার সকালে ইউক্রেনের যে বিমান দুর্ঘটনায় ১৭৬ জনের মৃত্যু হয়, সেটি ইরানের ঘটানো। তেহরানের ছোঁড়া ক্ষেপণাস্ত্রের আঘাতে উড়ান শুরুর কয়েক মিনিটের মধ্যে সেটি ভেঙে পড়ে। ভিডিও প্রকাশ করে এই দাবি করল মার্কিন সংবাদমাধ্যম।
সম্প্রতি প্রকাশ পাওয়া ওই ভিডিওয় দেখা যাচ্ছে, তেহরান বিমানবন্দরের কাছে পারান্দ এলাকার ওপর একটি ক্ষেপণাস্ত্র এসে আঘাত করছে বিমানটিতে। সংবাদমাধ্যমটি জানিয়েছে, ভিডিওর সত্যতা যাচাই করেছে তারা, তবে কোনও সরকারি সংস্থা ভিডিওটি পরখ করেছে কিনা জানা যায়নি।
NEW: Video @trbrtc obtained confirms Ukrainian airliner was hit. We verified location, altitude & direction matches path of #PS752. Verification details coming. https://t.co/27htZ0syZT
— Malachy Browne (@malachybrowne) January 9, 2020
কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোও এক দাবি করেছেন, বলেছেন, তাঁর কাছে একাধিক গোয়েন্দা সূত্রে খবর রয়েছে, ইরানী ভূমি থেকে আকাশ ক্ষেপণাস্ত্রের আঘাতে ইউক্রেনের ওই বিমান দুর্ঘটনায় পড়ে।
মার্কিন সংবাদমাধ্যমটি বলেছে, ক্ষেপণাস্ত্রের আঘাতের পরেও বিমানটি বেশ কয়েক মিনিট উড়তে থাকে। তেহরান বিমানবন্দরে ফেরার জন্য পিছনে ঘোরেও। এরপরেই তা দাউদাউ করে জ্বলে গিয়ে টুকরো টুকরো হয়ে যায়। মূহূর্তে মারা যান ১৭৬ জন যাত্রী।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
খবর
ব্যবসা-বাণিজ্যের
Advertisement