নয়াদিল্লি: আর কিছুক্ষণের অপেক্ষা। তারপরই ঘোষণা হতে চলেছে দ্বিতীয় মোদি সরকারের দ্বিতীয় বাজেট। এদিন বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। এই প্রথম পেপারলেস বাজেট পেশ করবে সরকার।


কিন্তু এই বাজেটে এমন কিছু শব্দ বন্ধনী থাকে যা অনেকসময়ই আমরা বুঝে উঠতে পারি না। অথচ বাজেটের সারমর্ম বোঝার জন্য ওই শব্দ বন্ধনীগুলি বোঝা দরকার। যে তালিকায় আছে-

ফিনান্সিয়াল ডেফিজিট: যার অর্থ সরকারের রাজস্ব আদায়ের থেকে তার ব্যয় বৃদ্ধি পেয়েছে।
বাজেট এসটিমেট: বাজেটের জন্য বরাদ্দ অর্থ। যা সংশ্লিষ্ট আর্থিক বছরে একাধিক প্রকল্পের জন্য বরাদ্দ করা হয়ে থাকে।
রিভাইসজ এস্টিমেট: বাজেট ঘোষণার ৬ মাস পর ওই আর্থিক বছরে ওই সময়ের মধ্যে কত খরচ এবং কত রাজস্ব আদায় হয়েছে। তার হিসেব রিভাইসজ এস্টিমেট।
অ্যানুয়াল অ্যাকাউন্টস: কোনও বাজেট বছরের শেষে কোন কোন খাতে কত খরচ হয়েছে তার বিস্তারিত তথ্য।
কর্পোরেট ট্যাক্স: কোনও সংস্থা বা কর্পোরেশন যে আয় করে তার ভিত্তিতে ট্যক্স দিতে হয়।
মিনিমাম অল্টারনেটিভ ট্যাক্স বা ম্যাট: এই ট্যাক্স দিতে বাধ্য কোনও সংস্থা। জিরো ট্যাক্স লিমিটে থাকলেও তা দেখাতে হবে।
রেপো রেট: কম সময়ের জন্য রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়ার থেকে ঋণ নিয়ে থাকে ব্যাঙ্কগুলি। স্বল্প সুদে ঋণ দেয় আরবিআই। এই সুদের নাম রেপো রেট।