কলকাতা: প্রবীণদের স্বাস্থ্য বিমার প্রিমিয়াম থেকে উঠছে GST? জীবন বিমার টার্ম পলিসি থেকেও উঠতে চলেছে GST? মন্ত্রিগোষ্ঠীর বৈঠকে ২ ক্ষেত্রে GST প্রত্যাহারে সহমত। ৫ লক্ষ পর্যন্ত জীবন বিমার প্রিমিয়ামেও GST প্রত্যাহারের প্রস্তাব: সূত্র । ফের মন্ত্রিগোষ্ঠীর বৈঠক, অক্টোবরের মধ্যে GST কাউন্সিলকে রিপোর্ট। GST প্রত্যাহার নিয়ে নভেম্বরে কাউন্সিলের বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত: সূত্র। জীবন এবং স্বাস্থ্য বিমার প্রিমিয়ামে ১৮% GST প্রত্যাহারের দাবি। GST প্রত্যাহারের দাবি তুলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। GST প্রত্যাহারের দাবিতে অগাস্টেই কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে মুখ্যমন্ত্রীর চিঠি।
স্বাস্থ্যবিমা ও জীবনবিমার ওপর GST তুলে দেওয়ার ক্ষেত্রে বড়সড় সিদ্ধান্তের পথে হাঁটতে চলেছে কেন্দ্রীয় সরকার। সূত্রের খবর, মন্ত্রিগোষ্ঠীর বৈঠকে জীবনবিমার টার্ম পলিসি থেকে প্রবীণদের স্বাস্থ্য বিমার প্রিমিয়াম, দুই ক্ষেত্রেই পণ্য ও পরিষেবা কর প্রত্যাহার করার প্রস্তাবে ঐক্যমতে পৌঁছনো গেছে। পাশাপাশি, প্রবীণ নাগরিক ছাড়া অন্যান্য গ্রাহকের ক্ষেত্রে ৫ লক্ষ টাকা কভারেজের স্বাস্থ্য বিমায় GST মকুবের প্রস্তাব দেওয়া হয়েছে বলে সূত্রের খবর । তবে ৫ লক্ষ টাকার বেশি কভারেজের স্বাস্থ্য বিমায় ১৮ শতাংশ GST কার্যকর হবে বলে জানা গেছে।
অন্যদিকে বর্তমানে জীবনবিমার টার্ম পলিসিতে প্রযোজ্য ১৮ শতাংশ GST-ও কমিয়ে আনা বা মকুব করার ব্যাপার বৈঠকে আলোচনা হয়েছে বলে জানা গিয়েছে। তবে এই নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে GST কাউন্সিলের বৈঠকে। গত ২ অগাস্ট, বিমায় জিএসটি প্রত্যাহারের দাবিতে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণকে চিঠি দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার, সেই চিঠিটিই নিজের এক্স হ্যান্ডলে ফের একবার পোস্ট করে মুখ্যমন্ত্রী লেখেন, লাগাতার চেষ্টা সাফল্যের মুখ দেখতে চলেছে। জীবনবিমা ও স্বাস্থ্যবিমার প্রিমিয়াম থেকে GST তুলে দেওয়ার সওয়াল করেন কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি সাংসদ নিতিন গড়কড়ি-ও।
আরও পড়ুন, সিঙ্গুরে শুভেন্দুর সভাস্থলের শুদ্ধিকরণ TMC-র, 'মমতার মঞ্চে টাটার বিরুদ্ধে কথা বলেছিলেন..'
(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।