নয়া দিল্লি: চলতি অর্থবর্ষে বড় সিদ্ধান্ত। ফের চালু করা হচ্ছে সাংসদদের এলাকা উন্নয়ন তহবিল বা এমপি-ল্যাড (MPLADS)।  বুধবার কেন্দ্রীয় মন্ত্রিসভার (Union cabinet) বৈঠক শেষে এ কথা জানান অনুরাগ ঠাকুর (Anurag Thakur)। দীর্ঘদিন বন্ধ ছিল এই এমপি ল্যাড স্কিম বা মেম্বারস অফ পার্লামেন্ট লোকাল এরিয়া ডেভেলপমেন্ট। ২০২০ সালে এই প্রকল্প বন্ধ করেছিল মোদি সরকার। তবে চলতি অর্থবর্ষে ফের এই MPLADS ফান্ড চালুর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র।



এই খাতে পাওয়া অর্থ সাংসদরা নিজের এলাকার উন্নয়ন ও বিভিন্ন সেবামূলক কাজে ব্যয় করতে পারেন। কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর জানিয়েছেন যে আগামী ২০২৫-২৬ অর্থবর্ষ পর্যন্ত এই এমপি-ল্যাড চালু থাকছে। চলতি অর্থবর্ষের বাকি এই খাতে সাংসদরা এলাকা উন্নয়নের কাজে ২ কোটি টাকা পর্যন্ত পেতে পারেন।  


আরও পড়ুন, বিশ্বভারতীতে আলাপিনী-উচ্ছেদ, রবীন্দ্র-স্মৃতি-বিজড়িত প্রতিষ্ঠানে ফের অশান্তি


কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকের পর জানিয়ে দেওয়া হয়, চলতি বছরে আংশিকভাবে এবং আগামী বছর থেকে ফের পূর্ণাঙ্গভাবে সাংসদদের নিজস্ব এলাকা উন্নয়নের টাকা দেওয়া হবে। অনুরাগ ঠাকুর জানান,  ২০২১-২২ অর্থবর্ষের অবশিষ্ট সময়ের জন্য প্রতি সাংসদ ২ কোটি টাকা হারে এক কিস্তিতে এবং ২০২২-২৩ থেকে ২০২৫-২৬ অর্থবর্ষ পর্যন্ত  দুটি কিস্তিতে প্রতি সাংসদ প্রতি বছর ৫ কোটি টাকার তহবিল পাবেন। অর্থাৎ প্রথমবার ২.৫ কোটি, পরের বার ফের ২.৫ কোটি। নিজের নিজের সংসদীয় এলাকার উন্নয়নের জন্য এই টাকা ব্যবহার করতে পারবেন সাংসদরা।  


উল্লেখ্য, ২০১৯ সালের এপ্রিল মাসেসাংসদদের নিজস্ব এলাকা উন্নয়ন খাতের টাকা দেওয়া ২ বছরের জন্য বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেয় কেন্দ্র। সেই টাকা পাঠানো হয় সংসদের স্থায়ী তহবিলে। সাধারণ মানুষকে অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে, এই দাবিতে সরব হয়েছিলেন সাংসদরা। ২ বছরে সাংসদপিছু মোট ১০ কোটি টাকা করে গিয়েছে সরকারি তহবিলে, এমনটাই সূত্রের খবর। দেশের পরিস্থিতি ফের ঘুরে দাঁড়াতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে, খবর এমনটাই।