নয়াদিল্লি: মূল্যবৃদ্ধির (Price Rise) আঁচে নাজেহাল গৃহস্থ। গত ২ বছরে লাফিয়ে বেড়েছে রান্নার গ্যাস সিলিন্ডারের (LPG Price) দাম। দাম বেড়েছে অন্য় নিত্যপ্রয়োজনীয় জিনিসেরও। মূল্যবৃদ্ধির এই আঁচ থেকে কিছুটা হলেও স্বস্তি মিলতে পারে কেন্দ্রীয় সরকারি কর্মীদের। বিশেষজ্ঞ মহলে এমনটাই ধারণা।
আজ, ১১ অক্টোবর, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হতে চলেছে। ১৫ অক্টোবর থেকে শুরু হতে চলেছে নবরাত্রি। তার আগে এটিই হতে চলেছে মন্ত্রিসভার শেষ বৈঠক। বিশেষজ্ঞরা মনে করছেন, এদিনের মন্ত্রিসভার বৈঠকে নবরাত্রির আগে কেন্দ্রীয় কর্মচারী ও পেনশনভোগীদের বড় উপহার দিতে পারে মোদি সরকার। বর্ধিত মহার্ঘ ভাতা দেওয়ার সিদ্ধান্তের উপর কেন্দ্রীয় মন্ত্রিসভা সিলমোহর দিতে পারে বলে মনে করা হচ্ছে।
বুধবার সকাল থেকে শুরু হয়েছে মন্ত্রিসভার বৈঠক। এই বৈঠকে কেন্দ্রীয় কর্মচারী (Central Government Employee) ও পেনশনভোগীদের মহার্ঘ ভাতা বাড়ানোর সিদ্ধান্ত নিতে পারে মোদী সরকার। কেন্দ্রীয় কর্মচারী ও পেনশনভোগীদের মহার্ঘ ভাতা (DA Hike) আরও ৩ শতাংশ বাড়তে পারে বলে অনুমান। এমনটা হলে মহার্ঘ ভাতা ৪২ শতাংশ থেকে বেড়ে ৪৫ শতাংশে পৌঁছতে পারে। মহার্ঘ ভাতা বাড়লে তা চলতি বছরের পয়লা জুলাই থেকে কার্যকর হবে। সেক্ষেত্রে জুলাই থেকে সেপ্টেম্বরের বকেয়াও কেন্দ্রীয় কর্মচারী এবং পেনশনভোগীদের অক্টোবর মাসের বেতনের সঙ্গে দেওয়া যেতে পারে বলে মনে করা হচ্ছে।
নবরাত্রির উপহার?
১৫ অক্টোবর থেকে নবরাত্রি উৎসব শুরু হতে চলেছে, ২৪ অক্টোবর দশেরা। এই সময়েই দুর্গাপুজো (Durga Puja)। তার কদিন পরেই দীপাবলি (Diwali) ও কালীপুজো। এই উৎসবের মরসুমেই কেন্দ্রীয় কর্মচারী ও পেনশনভোগীদের মহার্ঘ ভাতা বাড়িয়ে পুজোর উপহার দেওয়া হতে পারে বলে মনে করা হচ্ছে। কেন্দ্রীয় সরকার এমন সিদ্ধান্ত নিলে উপকৃত হবেন ৪৭ লক্ষ কর্মচারী এবং ৬৮ লক্ষ পেনশনভোগী। গত বছরও, মোদি সরকার নবরাত্রির ঠিক আগে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে মহার্ঘ ভাতা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছিল।
মহার্ঘ ভাতা শিল্প শ্রমিকদের জন্য উপভোক্তা মূল্য সূচকের ভিত্তিতে গণনা হয়, যা শ্রম ব্যুরো দ্বারা প্রতি মাসে প্রকাশিত হয়। কেন্দ্রীয় কর্মীরা মহার্ঘভাতা ৪ শতাংশ বৃদ্ধির আশা করছেন, যদিও মহার্ঘ ভাতা বাড়তে পারে ৩ শতাংশ। সেটা হলে পুজোর মরসুমে অনেকটাই লাভের মুখ দেখবেন কেন্দ্রীয় কর্মীরা। মূল্যবৃদ্ধি ঠেকাতেও সহায়ক হবে।
আরও পড়ুন: ভাঙল সব রেকর্ড, অ্যামাজন গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভাল ব্যাপক বিক্রি