নয়াদিল্লি : বিরোধীদের অনাস্থা প্রস্তাবের জবাবে বক্তব্য রাখতে উঠে কংগ্রেস সাংসদ রাহুল গাঁধীকে (Rahul Gandhi) খোঁচা অমিত শাহর (Amit Shah)। মহারাষ্ট্রের বিদর্ভের সেই বিধবা কলাবতী বান্দুকারের প্রসঙ্গ তুলে বিঁধলেন রাহুলকে। নাম না করে ওয়েনাড়ের সাংসদকে কটাক্ষ করে তিনি বললেন, "এই হাউসে একজন নেতা আছেন যাকে এখন পর্যন্ত ১৩ বার রাজনীতিতে নামানো হয়েছে, কিন্তু ১৩ বারই তিনি ব্যর্থ হয়েছেন।" 


২০০৮ সালে সংবাদ শিরোনামে উঠে আসেন কলাবতী। যখন সংসদে ভাষণ রাখার সময় তাঁর প্রসঙ্গ তোলেন রাহুল। কলাবতীর স্বামী একজন কৃষক ছিলেন। ঋণ পরিশোধ করতে না পেরে যিনি ২০০৫ সালে আত্মহত্যা করেন। আমেরিকার সঙ্গে ভারতের পরমাণু চুক্তি হলে গ্রামীণ ভারতে কীভাবে বিদ্যুৎ সংযোগের ব্যবস্থা করা যাবে সে প্রসঙ্গে বলতে গিয়ে রাহুল কলাবতীর প্রসঙ্গ উল্লেখ করে বলেন, 'সারাজীবন উনি বিদ্যুৎ ছাড়া নিজের বাড়িতে আছেন।'


সেই প্রসঙ্গ তুলেই আজ সরব হন শাহ। তিনি বলেন, "এই হাউসে একজন নেতা আছেন যাকে এখন পর্যন্ত ১৩ বার রাজনীতিতে নামানো হয়েছে, কিন্তু ১৩ বারই তিনি ব্যর্থ হয়েছেন। সেরকম এক শুরুর সাক্ষী ছিলাম আমি। এই নেতা বুন্দেলখণ্ডে কলাবতী নামে এক গরিব মহিলার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন এবং সেখানে তিনি দুপুরের খাবার খান। তারপর তিনি দারিদ্র এবং বাড়ির প্রতিকূল পরিস্থিতি নিয়ে অনেক কথা বলেন। ওই নেতাদের সরকার এরপর ছয় বছর ক্ষমতায় ছিল। আমি জানতে চাই, আপনি তাঁর জন্য কী করেছেন ? মোদি সরকার তাঁকে বাড়ি, বিদ্যুৎ, গ্যাস, রেশন ও শৌচালয় দিয়েছে।"


প্রসঙ্গত, মঙ্গলবার সংসদের নিম্নকক্ষে অনাস্থা প্রস্তাব পেশের পর কংগ্রেস সাংসদ গৌরব গগৈ বক্তব্য রাখেন। কংগ্রেস বলছে, সরকারের বিরুদ্ধে তারা অনাস্থা আনতে বাধ্য হয়েছে কারণ, মণিপুর হিংসা নিয়ে তারা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মৌনব্রত ভাঙতে চাইছে।


এরপর আজ সুর চড়ান সংসদে সম্প্রতি প্রত্যাবর্তন করা রাহুল গাঁধী। সরকার "ভারত মাতাকে হত্যা" করেছে বলে অভিযোগ তোলেন। চাঁচাছোলা শব্দে একের পর এক আক্রমণ শানিয়ে যান রাহুল। তিনি বলেন, "ভারত একটা আওয়াজ, হৃদয়ের আওয়াজ। আপনারা সেই আওয়াজকে হত্যা করেছেন মণিপুরে। আপনারা মণিপুরে ভারত মাতকে হত্যা করেছেন। বিশ্বাসঘাতক আপনারা।" শুধু তা-ই নয়, প্রধানমন্ত্রীর বিরুদ্ধে আক্রমণ শানিয়ে বলেন, "প্রধানমন্ত্রী মণিপুরে যাননি, কারণ তিনি এটাকে ভারতের অংশ বলে মনেই করেন না।"


আরও পড়ুন ; 'নারীবিদ্বেষী মানুষ', স্মৃতির ফ্লাইং কিস-তোপ রাহুলকে; কী বলল কংগ্রেস ?