নয়াদিল্লি: পাটনায় বিরোধীদের বৈঠক (Patna Opposition Meet) নিয়ে কটাক্ষ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী (Union Minister Of Home Affairs)  অমিত শাহের (Amit Shah)। বললেন, 'পাটনায় ফটোসেশন চলছে, কোনও বিরোধী জোট হবে না। বিরোধী জোট হলেও ২০২৪-এ ৩০০-র বেশি আসন পাবে বিজেপি।' আর ৩০০-র বেশি আসন পেয়ে ফের প্রধানমন্ত্রী হবেন নরেন্দ্র মোদি-ই, দাবি শাহের। 


কী বললেন স্বরাষ্ট্রমন্ত্রী?
এদিন জম্মুর ভগবতী নগরের একটি জনসভায় শাহ-র ঘোষণা, নরেন্দ্র মোদি সরকারই এই কেন্দ্রশাসিত অঞ্চলকে উন্নয়নের পথে নিয়ে চলেছে। শ্য়ামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মৃত্যুবার্ষিকীতে তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী পাটনার বিরোধী জোটকে কটাক্ষ হানতেও ছাড়েননি। বলেন, 'পাটনায় আজ ফোটোসেশন চলছে। ওঁরা(বিরোধীরা) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং এনডিএ-কে চ্যালেঞ্জ করতে চায়। ওঁদের বলতে চাই, ২০২৪ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৩০০-রও বেশি আসন পেয়ে প্রধানমন্ত্রী হবেন।' শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের প্রসঙ্গ তুলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর আরও বক্তব্য, 'একথা গোটা দেশ জানে যে আজ ওঁর জন্যই বাংলা, ভারতের অংশ হয়ে রয়েছে। জম্মু ও কাশ্মীরে ৩৭০ ধারার বিরোধিতাও করেছিলেন তিনি।' আবদুল্লা ও মুফতি পরিবারেরর তুমুল সমালোচনা করে তিনি প্রশ্ন তোলেন, '৪২ হাজার মৃত্যুর জন্য কে দায়ী? উপত্যকায় সন্ত্রাস দমনের কড়াকড়ি বাড়িয়েছে বিজেপি সরকারই।' ইউপিএ সরকারের 'দুর্নীতির' কড়া নিন্দা করে শাহ বলেন, '২০২৪ সালের লোকসভা ভোটে মোদি সরকারকে পুনরায় নির্বাচিত করতেই হবে।'


বিরোধী বৈঠক প্রসঙ্গে...
 ২০২৪-র সাধারণ নির্বাচনকে পাখির চোখ করে এদিন পাটনায় বিরোধীদের মেগা বৈঠকে সামিল হয়েছে কংগ্রেস, তৃণমূল, সিপিএম, সিপিআই, জেডিইউ, আরজেডি। যোগ দিয়েছে আম আদমি পার্টি, সমাজবাদী পার্টি, উদ্ধবপন্থী শিবসেনাও। এসেছে এনসিপি, ঝাড়খণ্ড মুক্তি মোর্চা, পিডিপি, ন্যাশনাল কনফারেন্স। রয়েছে ডিএমকে, সিপিআইএমএল লিবারেশন-সহ ১৫টি দল। মোট ৬টি রাজ্যের মুখ্যমন্ত্রীরা আলোচনায় যোগ দিয়েছেন এদিন। এত দিন কংগ্রেসের সঙ্গে নানা ইস্যুতে কখনও কাছে, কখনও দূরে অবস্থান রাখার পর এদিন রাহুল গাঁধীর সঙ্গে বৈঠকে বসেছেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। পরে রাহুলের তরফে জোট বার্তা আসে, 'আমরা বিরোধীরা মিলে বিজেপিকে হারাতে চলেছি।  বিরোধীরা একজোট হয়েছি, বিজেপিকে হারানোর প্রস্তুতি নিতে।' তাঁর মতে, দেশে হিংসা ছড়িয়ে দেওয়ার রাজনীতি করছে বিজেপি। তবে কর্ণাটকের মতো সকলে মিলে বিজেপিকে হারানো হবে, দাবি সনিয়া-তনয়ের।


আরও পড়ুন:প্রতিদিন নিয়মিত মধু সেবনে কী কী উপকার হতে পারে আমাদের স্বাস্থ্যের?