উত্তরপ্রদেশ থেকে বিনা লড়াইয়ে রাজ্য়সভায় নির্বাচিত কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিংহ পুরী সহ ১০, ৮ জনই বিজেপির
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 02 Nov 2020 09:48 PM (IST)
২৫ নভেম্বর রাজ্যসভার ১০ সাংসদের বর্তমান মেয়াদ শেষ হচ্ছে। এঁদের তিনজন বিজেপির, চারজন সমাজবাদী পার্টির, ২জন বহুজন সমাজ পার্টির, একজন কংগ্রেসের।
নয়াদিল্লি: উত্তরপ্রদেশ থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভায় নির্বাচিত হলেন কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিংহ পুরী ও আরও ৯ জন। মোট ১০ জন। এঁদের ৮ জনই বিজেপির। বাকি ২ জনের একজন সমাজবাদী পার্টির, অপরজন বহুজন সমাজ পার্টির। পুরী ছাড়া বিজেপি প্রার্থী হিসাবে সংসদের উচ্চকক্ষে গেলেন নীরজ শেখর, অরুণ সিংহ, গীতা শাক্য, হরিদ্বার দুবে, ব্রিজলাল, বি এল ভার্মা, সীমা দ্বিবেদী। সমাজবাদী পার্টির নির্বাচিত প্রতিনিধি হলেন রাম গোপাল যাদব, বসপার রামজী গৌতম। অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার মহম্মদ মুসাহিদ জানিয়েছেন, ১০ বিনা লড়াইয়ে জয়ী প্রার্থীকে সার্টিফিকেট দেওয়া হয়েছে। আজকের এই ফলাফলের গুরুত্ব এটাই যে, রাজ্যসভায় বিজেপির শক্তি অনেকটাই বাড়ল, কমল কংগ্রেসের। ২৫ নভেম্বর রাজ্যসভার ১০ সাংসদের বর্তমান মেয়াদ শেষ হচ্ছে। এঁদের তিনজন বিজেপির, চারজন সমাজবাদী পার্টির, ২জন বহুজন সমাজ পার্টির, একজন কংগ্রেসের। উত্তরপ্রদেশ ও উত্তরাখন্ডের মোট ১১টি আসনের ফল বেরনোর পর দেখা যাচ্ছে, বিজেপির ঝুলিতে সংসদীয় রাজনীতির ইতিহাসে রাজ্যসভায় সবচেয়ে বেশি আসন যাচ্ছে। ৯২টি। কংগ্রেসের হাতে থাকছে মাত্র ৩৮টি আসন। আর এনডিএ-র কথা ধরলে শাসক জোটের মোট সংখ্যা দাঁড়াচ্ছে ১১২, যা সংখ্যাগরিষ্ঠতা থেকে ১০টি কম। রাজ্যসভার মোট আসন ২৪৫। যার মধ্যে ১২টি আসনে সদস্যদের মনোনীত করেন রাষ্ট্রপতি, বাকিগুলিতে নির্বাচন হয়।