নয়াদিল্লি: সোশ্যাল মিডিয়ায় দারুণ সক্রিয় কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। রাজনীতির বাইরেও তিনি যে একজন পরিবারকেন্দ্রিক মানুষ, তার পরিচয় পাওয়া যায় স্মৃতির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ঘাঁটলেই। এবারও স্মৃতি তাঁর ইনস্টা-অ্যাকাউন্টে পরিচয় দিলেন বহুমুখী প্রতিভার। স্মৃতি তুলির আঁচড়ে ফুটিয়ে তুলছেন প্যারিস শহর। তারই এক ঝলক তিনি শেয়ার করেছেন ইনস্টাগ্রামে। ছবির কাজ সম্পূর্ণ হয়নি। তাঁর অসমাপ্ত কাজের ছবিতেই এসেছে প্রচুর তারিফ। ‘লাইক’-এর সংখ্যা পেরিয়েছে ৫০ হাজার।
‘একটা সময় ছিল, যখন পেন্টিং-এর জন্যই পরিচিত ছিলাম আমি। ’, পোস্টে লিখেছেন স্মৃতি।



কেন্দ্রীয় মন্ত্রীর এই পোস্টে উপছে পড়েছে প্রশংসাসূচক কমেন্ট। মন্তব্য করেছেন একতা কপূরও। তিনি লিখেছেন, ‘রকিং’!
তাঁর একজন অনুগামী মন্তব্য করেছেন, "বাহ, আপনার এই প্রতিভা সম্পর্কে জানা ছিল না। দুর্দান্ত।"
তাঁর আরেকজন অনুগামী লিখেছেন, "আপনি বহু প্রতিভার অধিকারী।"
কেউ তাঁর তারিফ করেছেন অলরাউন্ডার বলে।
কাজ শেষ করে কি সম্পূর্ণ ছবিটি আপলোড করবেন স্মৃতি? তার অপেক্ষায় নেটিজেনরা।