নয়াদিল্লি: উত্তরোত্তর বাড়ছে করোনা সংক্রমণ। এই ভয়াবহ পরিস্থিতিতে এবার সরকারি এবং বেসরকারি বিশ্ববিদ্যালয় বন্ধ রাখার সিদ্ধান্ত নিল উত্তরাখণ্ড সরকার। রাজ্যের উচ্চ শিক্ষা সচিব জানিয়েছেন, আপাতত অনলাইন ক্লাস চলবে। পরবর্তী নির্দেশিকা পর্যন্ত বন্ধ থাকবে সব বিশ্ববিদ্যালয়।
গত মাসেই সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার কথা ঘোষণা করেছিল সরকার। এদিকে ইতিমধ্যে মে মাসে সব পরীক্ষা অনলাইনে নেওয়ার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক। করোনার দ্বিতীয় ঢেউয়ের জেরে এই পরীক্ষা অনলাইন নিতে হবে বলে জানিয়েছে তারা।
এদিকে দেরাদুন, হরিদ্বার, উধাম সিংহ নগরের জেলাশাসক কার্ফুর মেয়াদ বাড়িয়েছেন। রবিবার রাজ্য সরকার ঘোষণা করেছে, ৬ মে ভোর ৫টা পর্যন্ত করোনা কার্ফু জারি থাকবে। সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, মাত্রাতিরিক্ত করোনা সংক্রমণের জেরে এই সিদ্ধান্ত নিয়েছে সরকার। শনিবার রাজ্যের মুখ্যমন্ত্রী তিরৎ সিংহ রাওয়াত ঘোষণা করেন, বিয়েবাড়িতে সর্বোচ্চ জমায়েত হতে পারে ২৫ জনের। আগে এই সংখ্যাটা ছিল ১০০।
ভিডিও কনফারেন্সের মাধ্যমে রাজ্যের কোভিড পরিস্থিতি পর্যালোচনা করেন মুখ্যমন্ত্রী। রাওয়াত সব জেলাশাসকদের কড়া নজরদারির নির্দেশ দেন। একইসঙ্গে বলেন, কোনও বিয়েবাড়িতে যেন জমায়েত ২৫-এর বেশি না হয়, সেদিকেও লক্ষ্য রাখতে হবে। দোকান বাজার খোলা রাখার সময়সীমাও কমানোর নির্দেশ দিয়েছেন তিনি।
পাশাপাশি করোনা আবহে আশা কর্মীদের বেতন বাড়ানোর কথাও বলেছেন তিনি। প্রতি মাসে এক হাজার টাকা বেতন বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। হাসপাতালের বেড, ভ্যাকসিন সহ যাবতীয় তথ্য আপডেটেড থাকতে হবে। অক্সিজেন সিলিন্ডারের সংখ্যা বাড়াতে হবে। অ্যাম্বুলেন্স পরিষেবাও সচল রাখতে হবে। কোভিড চিকিৎসা ওষুধ সামগ্রী যাতে কালোবাজারি ১৪৭ টি স্পেশাল টাস্ক ফোর্স গঠন করা হয়েছে।