হুগলি: বিজেপির লাগানো ব্যানারে নেতাদের মুখে কালি! কোথাও ব্যানারে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের ছবির মুখে কালি, কোথাও কালি লেপা হয়েছে মুকুল রায়ের ছবির ওপরে, আবার কোথাও ব্যানারে বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়ের মুখে কালি লেপে দিয়েছে কেউ বা কারা! বুধবার সাত সকালে এই ছবি সামনে আসার পরই শোরগোল পরে যায় হুগলির পাণ্ডুয়ার মণ্ডলাই বাজারতলা এলাকায়। কে করল এই কাজ? নেপথ্যে তৃণমূলের হাত, অভিযোগ বিজেপির। যদিও গেরুয়া শিবিরের অভিযোগ খারিজ করে দিয়েছে তৃণমূল।
মঙ্গলবার বিহার বিধানসভা ভোটের ফলপ্রকাশ হয়। হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর আরজেডি-কংগ্রেস ও বামেদের মহাজোটকে হারিয়ে ফের ক্ষমতায় ফেরে এনডিএ। ফলপ্রকাশের পরেই মঙ্গলবার রাতে এই এলাকায় বিজয় মিছিল বের করেন বিজেপির স্থানীয় নেতা-কর্মীরা। আর তার পরদিনই সকালে এই ছবি!
এর নেপথ্যে তৃণমূলের হাত দেখছে বিজেপি। দলের পাণ্ডুয়া ব্লক সভাপতি অশোক দত্তের দাবি, তৃণমূল ভয় পেয়ে গিয়ে করেছে এসব। যদিও অভিযোগ মানতে নারাজ তৃণমূলের হুগলি জেলা সভাপতি দিলীপ যাদব।
এই ঘটনার পাণ্ডুয়া থানায় অভিযোগ দায়ের করেছে বিজেপি। এদিন বিকেলে এলাকায় প্রতিবাদ মিছিলও করে গেরুয়া শিবির।