ট্রেন্ডিং

বিকাশ ভবনের সামনে আজকে চাকরিহারাদের ধর্নার ১৮ দিন, জারি আন্দোলন

নতুন গেমিং ফোন আসছে ভারতে, গেমারদের নজর কাড়বে কোন কোন ফিচার?

আজ দিল্লিতে নীতি আয়োগের বৈঠক, বয়কট তৃণমূলের

সন্ত্রাসী হানায় প্রাণ গিয়েছে কুড়ি হাজারেরও বেশি ভারতীয়র ! রাষ্ট্রসঙ্ঘে পাকিস্তানকে ধুয়ে দিল ভারত

জাপানে গিয়ে পাকিস্তানকে চাঁচাছোলা আক্রমণ অভিষেকের | IND Vs Pakistan
জয়ন্ত সিংহের বাড়ি না ভাঙা নিয়ে অবাক যুক্তি কামারহাটি পুরসভার | Jayant Singh
পাণ্ডুয়ায় দিলীপ, মুকুল, লকেটের ছবিতে কালি, ভয় পেয়ে করেছে তৃণমূল! দাবি বিজেপির, থানায় অভিযোগ দায়ের
মঙ্গলবার বিহার বিধানসভা ভোটের ফলপ্রকাশ হয়। হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর আরজেডি-কংগ্রেস ও বামেদের মহাজোটকে হারিয়ে ফের ক্ষমতায় ফেরে এনডিএ। ফলপ্রকাশের পরেই মঙ্গলবার রাতে এই এলাকায় বিজয় মিছিল বের করেন বিজেপির স্থানীয় নেতা-কর্মীরা। আর তার পরদিনই সকালে এই ছবি!
Continues below advertisement

হুগলি: বিজেপির লাগানো ব্যানারে নেতাদের মুখে কালি! কোথাও ব্যানারে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের ছবির মুখে কালি, কোথাও কালি লেপা হয়েছে মুকুল রায়ের ছবির ওপরে, আবার কোথাও ব্যানারে বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়ের মুখে কালি লেপে দিয়েছে কেউ বা কারা! বুধবার সাত সকালে এই ছবি সামনে আসার পরই শোরগোল পরে যায় হুগলির পাণ্ডুয়ার মণ্ডলাই বাজারতলা এলাকায়। কে করল এই কাজ? নেপথ্যে তৃণমূলের হাত, অভিযোগ বিজেপির। যদিও গেরুয়া শিবিরের অভিযোগ খারিজ করে দিয়েছে তৃণমূল।
মঙ্গলবার বিহার বিধানসভা ভোটের ফলপ্রকাশ হয়। হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর আরজেডি-কংগ্রেস ও বামেদের মহাজোটকে হারিয়ে ফের ক্ষমতায় ফেরে এনডিএ। ফলপ্রকাশের পরেই মঙ্গলবার রাতে এই এলাকায় বিজয় মিছিল বের করেন বিজেপির স্থানীয় নেতা-কর্মীরা। আর তার পরদিনই সকালে এই ছবি!
এর নেপথ্যে তৃণমূলের হাত দেখছে বিজেপি। দলের পাণ্ডুয়া ব্লক সভাপতি অশোক দত্তের দাবি, তৃণমূল ভয় পেয়ে গিয়ে করেছে এসব। যদিও অভিযোগ মানতে নারাজ তৃণমূলের হুগলি জেলা সভাপতি দিলীপ যাদব।
এই ঘটনার পাণ্ডুয়া থানায় অভিযোগ দায়ের করেছে বিজেপি। এদিন বিকেলে এলাকায় প্রতিবাদ মিছিলও করে গেরুয়া শিবির।
Continues below advertisement
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে