মুম্বই: রোহিত শর্মাকে ভারতের টি-২০ দলের অধিনায়ক পদে বসানোর পক্ষে জোর সওয়াল গৌতম গম্ভীর, মাইকেল ভনদের। এমনকী প্রাক্তন জাতীয় ক্রিকেটার তথা বর্তমান বিজেপি সাংসদ সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাত্কারে রোহিতকে টি-২০ দলের নেতা না করাটা ‘লজ্জা’র বলেও মন্তব্য করেন।
প্রসঙ্গত, গতকালই দুবাইয়ে সর্বাত্মক দাপট দেখিয়ে টি-২০ ফাইনালে দিল্লি ক্যাপিট্যালসকে ৫ উইকেটে হারিয়ে পঞ্চমবার সেরার ট্রফি ঘরে তুলেছে মুম্বই ইন্ডিয়ান্স, যা এক বিরল নজির। এই প্রেক্ষাপটেই গম্ভীর বলেন, এটা ঠিক, টিম যতটা ভাল, একজন অধিনায়কও ততটাই ভাল। আমিও একমত। কিন্তু কে ভাল, কে নয়, একজন অধিনায়ককে যাচাই করার মাপকাঠি কোনগুলি? সেই মাপকাঠি, মানদণ্ড সবার ক্ষেত্রে সমান হওয়া উচিত। রোহিত তাঁর দলকে পাঁচবার আইপিএল জিতিয়েছে।


গম্ভীর যোগ করেন, আমরা সবসময় বলি, এম এস ধোনি ভারতের সবচেয়ে সফল অধিনায়ক। কেন? ও দুটো বিশ্বকাপ, তিনটে আইপিএল জিতেছে বলেই। রোহিতও ৫টা আইপিএল ট্রফি জিতেছে। এই টুর্নামেন্টের ইতিহাসের সফলতম অধিনায়ক ও। আগামীদিনে ও যদি সাদা বলের বা টি-২০ অধিনায়কত্ব না পায়, তা হবে লজ্জার।
গতকাল সামনে থেকে দলকে নেতৃত্ব দিয়ে দিল্লি ক্যাপিটালসের ১৫৭ রানের টার্গেট ছুঁতে ৫১ বলে ৬৮ রান করেন রোহিত। ৮ বল বাকি থাকতেই জয় তুলে নেয় মুম্বই ইন্ডিয়ান্স। রোহিত ট্যুইট করেন, গোটা মরসুম জুড়ে দুরন্ত প্রয়াস ছিল। তার অংশ হতে পারে ভাল লেগেছে। কী অসাধারণ অভিজ্ঞতা! মুম্বই ইন্ডিয়ান্স পলটন, একটাই পরিবার। তার উল্লেখ করে গম্ভীর বলেন, এর বেশি ও কিছু করতে পারে না। যে টিমের নেতৃত্ব দেয়, তাকে জয়ের লক্ষ্যে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করতে পারে। তাই ও ভারতের নিয়মিত সাদা বলের ক্যাপ্টেন হতে না পারলে সেটা ওদের লোকসান।
এর আগে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ১৩ বারেও, যার মধ্যে ৮ বার অধিনায়ক ছিলেন তিনিই, আইপিএল ফাইনালে যেতে না পারার ব্যর্থতার দায় বিরাট কোহলির ঘাড়েই চাপান গম্ভীর।


রোহিতের সফল নেতৃত্বে মুম্বই ইন্ডিয়ান্সের পঞ্চমবার আইপিএল জয়ে তাঁর ভূয়সী প্রশংসা করেন ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক মাইকেল ভনও। তিনি ট্যুইট করেন, রোহিত চমত্কার ম্যান ম্যানেজার, নেতা। কী করে টি ২০ ম্যাচ জিততে হয়, ও খুব ভাল বোঝে। ওকেই ভারতের টি ২০ অধিনায়ক করা উচিত, কোনও প্রশ্নই উঠতে পারে না সে ব্যাপারে। এতে বিরাটও বোঝামুক্ত হয়ে নিজের খেলাটা খেলতে পারবে। দুনিয়ার আর বাকি সব দলের ক্ষেত্রেও এটা হয়।