উন্নাও: গ্রামেই শেষকৃত্য সম্পন্ন হবে উন্নাওয়ের নির্যাতিতা তরুণীর। গণধর্ষণের শিকার হওয়া ওই তরুণীকে জীবন্ত জ্বালিয়ে দিয়েছিল অভিযুক্তরা। শুক্রবার গভীর রাতে দিল্লির সফদরজঙ্গ হাসপাতালে তিনি মারা যান। নিহতের পরিবারের তরফে জানানো হয়েছে, দেহ দাহ করা হবে না। তাঁকে সমাধিস্থ করে সেই জায়গায় সমাধিস্থল গড়ে তোলা হবে।
রবিবার ঠিক কখন হবে শেষকৃত্য, তা এখনও জানা যায়নি। উন্নাওয়ের জেলাশাসক দেবেন্দ্র পাণ্ডে জানান, দুই মন্ত্রীকে গ্রামে পাঠিয়েছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। গতকাল, দুই মন্ত্রী স্বামীপ্রসাদ মৌর্য ও কমলরানী বরুণ দেখা করেন নির্যাতিতার পরিবারের সঙ্গে। শেষকৃত্য সম্পন্ন না হওয়া পর্যন্ত তাঁরা সেখানেই থাকবেন।
এছাড়া, প্রশাসনের শীর্ষকর্তারাও উপস্থিত থাকবেন। জেলাশাসক বলেন, পরিবার জানিয়েছে, তরুণীর দেহ দাহ করা হবে না। নিজেদের জমিতে সমাধিস্থ করে সেখানেই একটি সমাধিস্থল গড়া হবে। যে জায়গায় এই সমাধি হবে, তার ঠিক পাশেই রয়েছে নিহতের দাদু-দিদার সমাধি।
এর আগে, শনিবার রাতেই দেহ পৌঁছে গিয়েছে গ্রামে। প্রচুর মানুষ জমায়েত হয়েছিলেন তরুণীকে শেষ দেখা দেখবেন বলে। উপস্থিত ছিলেন সমাজবাদী পার্টির নেতারা। কোনওপ্রকার অনভিপ্রেত ঘটনা এড়াতে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে। মোতায়েন করা হয়েছে দমকল বাহিনীকেও। গ্রামে রয়েছেন পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা।
শরীরের ৯০ শতাংশ পুড়ে গিয়েছিল। সেই নিয়ে দীর্ঘ ৪০ ঘণ্টা লড়াই চালানোর পর শুক্রবার হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান ২৩ বছরের তরুণী।
প্রসঙ্গত, গত বছর তিনি গণধর্ষণের শিকার হয়েছিলেন। জামিন থেকে ছাড়া পেয়েই গত সপ্তাহে তাঁকে জীবন্ত পুড়িয়ে মারার চেষ্টা করে অভিযুক্তরা। সেই সময় তিনি আদালতে যাচ্ছিলেন।
আজ উন্নাও-নির্যাতিতার শেষকৃত্য, সমাধিস্থ করা হবে দেহ
Web Desk, ABP Ananda
Updated at:
08 Dec 2019 08:59 AM (IST)
নিহতের পরিবারের তরফে জানানো হয়েছে, দেহ দাহ করা হবে না। তাঁকে সমাধিস্থ করে সেই জায়গায় সমাধিস্থল গড়ে তোলা হবে।
NEXT
PREV
খবর (news) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -