লখনউ: বাবাকে শব্দবাজি বিক্রির অভিযোগে গ্রেফতার করায় কান্নায় ভেঙে পড়া ছোট্ট মেয়ের দুঃখ ভোলাতে তাদের বাড়ি গিয়ে তার সঙ্গে দেওয়ালি পালন করল পুলিশ। বুলন্দশহরের খুরজার ঘটনাটি উত্তরপ্রদেশ পুলিশের নিজেদের মানবিক চেহারা তুলে ধরার আন্তরিক চেষ্টা বলে ধরা যেতে পারে।
শুক্রবার নাবালক মেয়েটির বাবাকে পুলিশের ধরে নিয়ে যাওয়ার ভিডিওটি ভাইরাল হয়। তাতে দেখা যায়, প্রশাসনের লোকজন, পুলিশকর্মীরা ওই ব্যক্তির সব শব্দবাজি নিয়ে চলে যাচ্ছে, তাকেও গ্রেফতার করেছে। আর মেয়েটি বারবার পুলিশকর্তাদের কেঁদে কেঁদে পীড়াপীড়ি করছে, তার বাবাকে যেন তারা নিয়ে চলে না যায়, তাকে ছেড়ে দেয়।

বাবার গ্রেফতারিতে মেয়েটি এতই কষ্ট পায় যে ভিডিওতে তাকে পুলিশের ভ্যানের দরজায় বারবার মাথা ঠুকতে দেখা যায়। পুলিশকর্মীদেরও মনে মেয়েটির কান্না ছাপ ফেলে। খুরজার সাবডিভিশনাল ম্যাজিস্ট্রেট (এসডিএম)-কে উদ্ধৃত করে সংবাদ সংস্থা এএনআই বলেছে, আমরা চাইনি, পুলিশ সম্পর্কে মেয়েটির মনে যেন কোনও বিরাগ, বিরূপ মনোভাব তৈরি হয়, পুলিশকর্মীদের ওপর ও রাগ, ঘৃণা পুষে রাখে। তাই আমরা এই মানবিক উদ্য়োগের কথা ভাবি। এই বার্তাও আমাদের দেওয়ার উদ্দেশ্য যে, শব্দবাজি না ফাটিয়েও পরিবারের সঙ্গে দেওয়ালিতে মজা করা যায়।
তবে কয়েকটি সূত্রের দাবি, ছোট্ট মেয়েটির কান্নার ভিডিওটি খোদ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের নজরে আসায় তিনি নাকি তার বাবাকে ছেড়ে দিতে বলেছেন পুলিশকে।