নয়াদিল্লি: আরজি কর কাণ্ডের আবহে নারীর উপর ঘটে চলা একের পর এক অপরাধের ঘটনা সামনে আসছে। এবার সামনে এল উত্তরপ্রদেশের কানপুরের এক ভয়াবহ ঘটনা। কানপুরের গুজাইনির কাছে জাতীয় সড়কের উপর থেকে উদ্ধার হল এক মহিলা মুন্ডকাটা নগ্ন দেহ। বৃহস্পতিবারের এই ঘটনার পর ২৪ ঘণ্টা কেটে গেলেও এখনও ধরা পড়েনি কোনও অপরাধী। এনডিটিভি প্রতিবেদন সূত্রের খবর, পুলিশ মনে করছে ধর্ষণ করার পরে খুন করে হাইওয়েতে ফেলে দেওয়া হয়েছে। আপাতত মহিলার পরিচয় খুঁজে বের করার চেষ্টা করা হচ্ছে।


ওই এলাকার সিসিটিভি ফুটেজের দিকে নজর দেওয়া হচ্ছে। হাইওয়ের কাছে থাকা একটি হাসপাতালের সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, প্রায় একই গড়নের এক মহিলা বেরিয়ে আসছেন। যখন দেহ উদ্ধার হয়েছে তার কিছু আগে ওই সিসিটিভি ফুটেজ। ওই মহিলার পরনে যে ধরনের, যে রঙের কাপড় ছিল সেরকমই কাপড় হাইওয়ের উপর উদ্ধার হওয়া দেহের পাশে পাওয়া গিয়েছে।


পুলিশ জানিয়েছে গতকাল সকালে সওয়া ছটা নাগাদ দেহ দেখা যায়। যে এলাকায় দেহ মিলেছে সেখানে কোনও সিসিটিভি নেই। কিন্তু ৩ কিলোমিটার দূরে থাকা একটি সিসিটিভি ক্যামেরায় দেখা গিয়েছে এক মহিলা এখা হেঁটে আসছেন। ওই মহিলার কাপড়ের সঙ্গে উদ্ধার হওয়া কাপড়ের মিল খুঁজে পাওয়া গিয়েছে বলে মনে করা হচ্ছে। আরও সূত্র খুঁজছে পুলিশ। এখনও পর্যন্ত জেলায় কোনও নিখোঁজ ডায়েরি করা হয়নি যার সঙ্গে হাইওয়ে থেকে উদ্ধার হওয়া দেহের কোনও যোগসূত্র তৈরি করা যায়। স্থানীয় বাসিন্দাদের জিজ্ঞাসাবাদ করে সূত্র খোঁজার চেষ্টা করছে পুলিশ। দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।


এই ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক টানাপড়েনও। সমাজবাদী পার্টির প্রধান, সাংসদ অখিলেশ যাদব এই ঘটনায় কড়া পদক্ষেপ দাবি করেছেন। এই ঘটনায় দ্রুত পদক্ষেপ এবং কড়া শাস্তির দাবি তুলেছেন তিনি।


আরও ঘটনা:
ভোপালের রাস্তায় বন্দুক নলের মুখে রেখে ধর্ষণের অভিযোগ উঠল। দুই প্রশিক্ষণরত সেনা অফিসারের সঙ্গে থাকা মহিলার উপর অত্যাচার করা হয়েছে বলে অভিযোগ। প্রবল মারধর করা হয়েছে ওই ২ প্রশিক্ষণরত সেনা অফিসারকে। অভিযোগ উঠছে একদল সশস্ত্র দুষ্কৃতীদের বিরুদ্ধে। মঙ্গলবার সন্ধের ঘটনা (Crime Against Women) এনডিটিভি সূত্রের খবর, ওই ঘটনায় এখনও পর্যন্ত ২জনকে গ্রেফতার করা হয়েছে। যাদের মধ্য়ে একজনের অপরাধের পুরনো রেকর্ড রয়েছে।


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 


আরও পড়ুন: বাবা-মার বয়স বাড়ছে? আর চিন্তা নেই, বিনামূল্যে স্বাস্থ্যবিমার নয়া সুযোগ হাতের মুঠোয়