আগ্রা: উত্তর প্রদেশের আগ্রায় গতকাল দুপুরে এক চিকিৎসক নিজের বাড়িতেই খুন হয়েছেন। টিভির সেট টপ বক্স রিচার্জ করার নামে বাড়িতে ঢুকে এক দুষ্কৃতী তাঁর গলা কেটে দিয়েছে। মৃত চিকিৎসকের ৮ ও ৪ বছরের দুই সন্তান তখন পাশের ঘরে ছিল, তাদের ওপরেও ছুরি দিয়ে হামলা করে সে।


মৃত চিকিৎসকের নাম নিশা সিংঘল। সপরিবারে তিনি থাকতেন আগ্রার কমলানগরে। স্বামী অজয় সিংঘল, পেশায় সার্জন, তিনি ডিউটিতে ছিলেন। গতকাল দুপুর সাড়ে তিনটে নাগাদ টিভির সেট টপ বক্স রিচার্জ করার বাহানায় অভিযুক্ত শুভম পাঠক তাঁর বাড়ি ঢোকে। চিকিৎসকের গলা কাটার সময় তাঁর চিৎকারে ছুটে আসে তাঁর ছেলেমেয়ে এমিশা ও অদ্বয়। তাদের গলাতেও ছুরি চালায় সে। এরপরেও সে তাঁদের বাড়িতে এক ঘণ্টার বেশি ছিল। ততক্ষণে নিশার শরীর থেকে অনেকটা রক্ত বেরিয়ে যায়। সে চলে যাওয়ার পর নিশা ওই অবস্থাতেই স্বামীকে ফোন করেন। বাড়ি ফিরে তিনি স্ত্রী-সন্তানদের হাসপাতালে নিয়ে যান, সেখানে নিশার মৃত্যু হয়। ছেলেমেয়েরা বিপদমুক্ত।

সংঘর্ষের পর অভিযুক্ত শুভম পাঠককে রাত সাড়ে বারোটা নাগাদ গ্রেফতার করে পুলিশ। তার ডান পায়ে গুলি করা হয়, তার কাছ থেকে উদ্ধার হয়েছে লুঠ করা টাকা, গয়না।

পুলিশ জানিয়েছে, পেশায় কেবল অপারেটর শুভমের ধারকর্জ অনেক বেড়ে গিয়েছিল। তাই ভেবেচিন্তে ছক কষে এই ঘটনা ঘটিয়েছে সে।