যোগীরাজ্যে একসঙ্গে বরখাস্ত ২৫ হাজার হোমগার্ড
Web Desk, ABP Ananda | 15 Oct 2019 12:37 PM (IST)
সম্প্রতি পুলিশের বেতন কাঠামোর সঙ্গে তাল রেখে হোমগার্ডদের মাইনে বাড়ানো হয়। তার জেরে সরকারের খরচ হঠাৎ করেই অনেক বেড়ে যায়। এই খরচের বোঝা কমানোর জন্যই একসঙ্গে এতজন হোমগার্ডকে বরখাস্ত করার প্রস্তাব দেয় যোগী সরকার ।
নয়াদিল্লি: একসঙ্গে ২৫ হাজার হোমগার্ডের চাকরি গেল যোগীরাজ্যে। রাজ্যের সব পুলিশ স্টেশন ও ট্রাফিক সিগন্যালে নিযুক্ত বিশাল সংখ্যক হোমগার্ডকে বরখাস্ত করল যোগী সরকার। রাজ্য সরকারের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, তাঁদের দায়িত্ব থেকে অব্যহতি দেওয়া হল। এরপর প্রয়োজন অনুসারে তাঁদের কাজ দেওয়া হবে। সূত্রের খবর, সম্প্রতি পুলিশের বেতন কাঠামোর সঙ্গে তাল রেখে হোমগার্ডদের মাইনে বাড়ানো হয়। তার জেরে সরকারের খরচ হঠাৎ করেই অনেক বেড়ে যায়। সূত্রের খবর, যোগী সরকার এই খরচের বোঝা কমানোর জন্যই একসঙ্গে এতজন হোমগার্ডকে বরখাস্ত করার প্রস্তাব দেয়। এই সিদ্ধান্তে উত্তরপ্রদেশে নিযুক্ত মোট হোমগার্ডের সংখ্যা এক ধাক্কায় ৩২ শতাংশ কমে গেল। খরচ কমাতে গত ২৮ অগাস্ট হোমগার্ডদের বরখাস্ত করার সিদ্ধান্তটি নেয় সরকার। বর্তমানে উত্তরপ্রদেশে ৯০ হাজার হোমগার্ড কর্মরত। তাঁরা দৈনিক ৫০০ টাকা বেতন পান। সরকারের তরফে জানানো হয়েছে, শীঘ্রই ২০১৬ সালের ডিসেম্বর মাস থেকে তাঁদের বকেয়া বেতন দিয়ে দেওয়া হবে।