বিসিসিআই-এর এক কর্তা জানিয়েছেন, ‘সম্প্রতি বিসিসিআই-এর সিইও রাহুল জোহরির সঙ্গে আইসিসি চিফ এগজিকিউটিভ মনু সওনির বৈঠক হয়। রাহুল স্পষ্ট জানিয়ে দিয়েছেন, আইসিসি-র এই সিদ্ধান্ত নেওয়া উচিত হবে না। আশা করা যায়, বিসিসিআই-এর নয়া প্রধানরা এ বিষয়ে কঠোর অবস্থান নেবেন। প্রতি বছর টি-২০ বিশ্বকাপ হলে আইপিএল থেকে বিসিসিআই-এর যে আর্থিক লাভ হয়, সেটা অনেক কমে যাবে। ফলে আইসিসি-র এই সিদ্ধান্তকে বিসিসিআই-এর রাজস্বে হামলা বলেই দেখা উচিত। সৌরভ ও জয় শাহকে এই বিষয়টির মোকাবিলা করতে হবে।’
প্রতি বছর টি-২০, ৩ বছর অন্তর একদিনের বিশ্বকাপ আয়োজনের প্রস্তাব আইসিসি-র, আপত্তি বিসিসিআই-এর
Web Desk, ABP Ananda
Updated at:
15 Oct 2019 09:44 AM (IST)
সৌরভ গঙ্গোপাধ্যায়ের নেতৃত্বাধীন বিসিসিআই-এর সঙ্গে এই বিষয়টি নিয়ে আইসিসি-র সংঘাত হতে পারে।
NEXT
PREV
নয়াদিল্লি: ২০২৩ থেকে প্রতি বছর টি-২০ বিশ্বকাপ এবং তিন বছর অন্তর একদিনের বিশ্বকাপ আয়োজন করার প্রস্তাব দিল আইসিসি। তবে বিসিসিআই এই প্রস্তাবে রাজি নয়। কারণ, সেক্ষেত্রে বিসিসিআই-এর আর্থিক ক্ষতি হবে। সৌরভ গঙ্গোপাধ্যায়ের নেতৃত্বাধীন বিসিসিআই-এর সঙ্গে এই বিষয়টি নিয়ে আইসিসি-র সংঘাত হতে পারে।
বিসিসিআই-এর এক কর্তা জানিয়েছেন, ‘সম্প্রতি বিসিসিআই-এর সিইও রাহুল জোহরির সঙ্গে আইসিসি চিফ এগজিকিউটিভ মনু সওনির বৈঠক হয়। রাহুল স্পষ্ট জানিয়ে দিয়েছেন, আইসিসি-র এই সিদ্ধান্ত নেওয়া উচিত হবে না। আশা করা যায়, বিসিসিআই-এর নয়া প্রধানরা এ বিষয়ে কঠোর অবস্থান নেবেন। প্রতি বছর টি-২০ বিশ্বকাপ হলে আইপিএল থেকে বিসিসিআই-এর যে আর্থিক লাভ হয়, সেটা অনেক কমে যাবে। ফলে আইসিসি-র এই সিদ্ধান্তকে বিসিসিআই-এর রাজস্বে হামলা বলেই দেখা উচিত। সৌরভ ও জয় শাহকে এই বিষয়টির মোকাবিলা করতে হবে।’
বিসিসিআই-এর এক কর্তা জানিয়েছেন, ‘সম্প্রতি বিসিসিআই-এর সিইও রাহুল জোহরির সঙ্গে আইসিসি চিফ এগজিকিউটিভ মনু সওনির বৈঠক হয়। রাহুল স্পষ্ট জানিয়ে দিয়েছেন, আইসিসি-র এই সিদ্ধান্ত নেওয়া উচিত হবে না। আশা করা যায়, বিসিসিআই-এর নয়া প্রধানরা এ বিষয়ে কঠোর অবস্থান নেবেন। প্রতি বছর টি-২০ বিশ্বকাপ হলে আইপিএল থেকে বিসিসিআই-এর যে আর্থিক লাভ হয়, সেটা অনেক কমে যাবে। ফলে আইসিসি-র এই সিদ্ধান্তকে বিসিসিআই-এর রাজস্বে হামলা বলেই দেখা উচিত। সৌরভ ও জয় শাহকে এই বিষয়টির মোকাবিলা করতে হবে।’
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -