বরেলি: 'রক্তাক্ত অবস্থায় ব্যাঙ্কের মেঝেতে পড়ে রয়েছেন আহত ব্যক্তি। পাশে হাঁটু গেড়ে বসে রয়েছেন তাঁর স্ত্রী এবং কার্যত চিৎকার করে তিনি বলছেন 'কেন আপনি ওকে গুলি করে দিলেন।' কয়েক সেকেন্ডের দৃশ্য, তবে কোনও সিনেমার নয়, বাস্তবেই ঘটেছে এমন ঘটনা।
মাস্ক না পরে ব্যাঙ্কে ঢুকে পড়েছিলেন এক গ্রাহক। আর সেই নিয়েই ব্যাঙ্কের রক্ষীর সঙ্গে বচসা শুরু হয় তাঁর। যা কার্যত হাতাহাতির পর্যায়ে পৌঁছয়। রাগে শেষ পর্যন্ত গুলি চালিয়ে দেন ওই নিরাপত্তারক্ষী। শুক্রবার ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের বরেলি জেলার ব্যাঙ্ক অব বরোদার একটি শাখায়।
এই ঘটনার ২৭ সেকেন্ডের ভিডিওটি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। যেখানে দেখা যাচ্ছে, গুলির আঘাতে রক্তাক্ত অবস্থায় ব্যাঙ্কের মেঝেতে পড়ে রয়েছেন আহত ব্যক্তি। তাঁর ঠিক পাশেই হাঁটু গেড়ে বসে রয়েছেন তাঁর স্ত্রী এবং তিনি কার্যত চিৎকার করে নিরাপত্তারক্ষীর উদ্দেশে তিনি বলছেন 'কেন আপনি ওকে গুলি করলেন।' ক্যামেরার অন্যপাশ থেকে শোনা যাচ্ছে আরও একটি কন্ঠস্বর। যেখানে তৃতীয় ব্যক্তিটি বলছেন, 'আপনি গুলি করতে পারলেন কী ভাবে, আপনি কি জানেন এর জন্য আপনাকে জেলেও যেতে হতে পারে? যার প্রত্তুত্যরে দেহরক্ষীর উত্তর, 'ওনাকেও জেলে যেতে হবে।'
সূত্রের খবর, এরপরই রাজেশ কুমার নামে আহত ওই ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসার পর তিনি বিপদমুক্ত বলেই জানিয়েছেন চিকিৎসকরা। আপাতত সেখানেই চিকিৎসাধীন তিনি। অন্যদিকে ওই রক্ষীকে পুলিশি হেফাজতে রাখা হয়েছে।
যদিও অভিযুক্ত নিরাপত্তারক্ষীর দাবি, তিনিও আহত হয়েছেন এবং ইচ্ছাকৃত নয়, ভুলবশতই রাইফেল থেকে গুলি বেরিয়ে গিয়েছে। ওই নিরাপত্তারক্ষীর কথায়, 'উনি মাস্ক না পরেই ঢুকে পরেন, আমি বিষয়টি লক্ষ্য করে সতর্ক করি। এরপর মাস্ক পরে নিলেও উনি ক্রমাগত আমায় হেনস্থা করতে থাকেন, বচসা থেকে হাতাহাতি শুরু হয় এবং আমার হাতে থাকা রাইফেল থেকে গুলি বেরিয়ে যায়।'
আগত রাজেশ কুমারের আত্মীয়ের অভিযোগ মাস্ক পরাকে কেন্দ্র করেই ঝামেলা শুরু হয় এবং ওই নিরাপত্তারক্ষী ইচ্ছাকৃত গুলি করে দেন।