মেয়েকে ‘উত্যক্ত করায়’ আরএসএস কর্মীকে খুন, উত্তরপ্রদেশে গ্রেফতার ২
Web Desk, ABP Ananda | 16 Sep 2019 03:22 PM (IST)
কাওয়ারপাল ও তাঁর ছেলেকে ওই গ্রাম থেকেই রবিবার সন্ধ্যায় গ্রেফতার করে পুলিশ।
মুজফফরনগর: উত্তরপ্রদেশের মুজফফরনগরে আরএসএস কর্মীকে খুনের অভিযোগে গ্রেফতার দুজন। পুলিশ জানিয়েছে, অভিযুক্তদের একজন, কাওয়ারপাল জেরায় পঙ্কজ নামে ওই আরএসএস সদস্যকে হত্যার অভিযোগ স্বীকার করেছেন। তাঁর অভিযোগ, গত কয়েক মাস ধরে তাঁর মেয়েকে উত্যক্ত করছিল পঙ্কজ। সেজন্যই এই খুন। হত্যাকাণ্ডে তাঁর ছেলে মনু, ভাই প্রমোদও সামিল হন বলে জানিয়েছেন কাওয়ারপাল। গত শনিবার কারওয়ারা গ্রাম থেকে নিহত পঙ্কজকে উদ্ধার করা হয়। কাওয়ারপাল ও তাঁর ছেলেকে ওই গ্রাম থেকেই রবিবার সন্ধ্যায় গ্রেফতার করে পুলিশ। এসএসপি অভিষেক যাদব জানিয়েছেন, হত্যায় ব্যবহৃত অস্ত্রটি বাজেয়াপ্ত করেছেন তাঁরা। পলাতক তৃতীয় অভিযুক্তের খোঁজ চলছে বলে জানিয়েছে পুলিশ।