নয়াদিল্লি: ভিন ধর্মের মানুষ হয়েও অযোধ্যায় রামমন্দির তৈরির জন্য একটি অষ্টধাতুর মুদ্রা দান করার সিদ্ধান্ত নিয়েছেন উত্তরপ্রদেশের আজমগড়ের সৈয়দ মহম্মদ ইসলাম। সেই মুদ্রায় রাম, সীতা, হনুমানের মুখের ছবি আছে। সেটির দাম কয়েক লক্ষ টাকা হতে পারে বলে দাবি ইসলামের। সীতারাম এলাকার বাসিন্দা ইসলাম গ্রামে নিজের পৈত্রিক ভবন পুনর্নির্মাণের সময় এরকম দুটি মুদ্রা পেয়েছেন বলে জানিয়েছেন।
তিনি বলেছেন, গত বছর ৩০ নভেম্বর বাড়ির ভিত খোঁড়ার সময় আমরা মুদ্রা দুটো পাই। সেগুলি মন্দির নির্মাণের জন্য দেব বলে ঠিক করি। ইচ্ছে ছিল, অযোধ্যায় গিয়ে রামমন্দির গড়ছে যে রাম তীর্থ ক্ষেত্র ট্রাস্ট, তার চেয়ারম্যান মহন্ত নৃত্যগোপাল দাশের হাতে সেগুলি তুলে দেব। কিন্তু, সম্প্রতি ইসলামের স্ত্রী কানিজা ফতিমা একটি মুদ্রা এলাকার সোনার দোকানে বেচে দেন তিন লক্ষ টাকায়।
ইসলাম জানিয়েছেন, তিনি মহন্তকে অনুরোধ করবেন, যাতে একটি কয়েন বিক্রি করে পাওয়া অর্থ তিনি মন্দির নির্মাণে খরচ করেন।
ইসলাম একা মন্দির তৈরির জন্য ডোনেশন দিয়েই তৃপ্ত নন। তিনি চাই, তাঁর মতোই মুসলিম সম্প্রদায়ের আরও অনেকে মন্দির নির্মাণে কিছু না কিছু দান করে সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল নমুনা স্থাপন করুন।