লখনউ: উত্তর প্রদেশের হাথরসে গণধর্ষণ ও মৃতার দেহ তড়িঘড়ি দাহ করার ঘটনাটি চূড়ান্ত অস্বস্তিতে ফেলেছে যোগী আদিত্যনাথ সরকারকে। তাই রাজ্যজুড়ে ইভটিজিং ও নারী নির্যাতনের ঘটনা কমাতে তৎপর হয়ে পড়েছে বিজেপি সরকার। অ্যান্টি রোমিও স্কোয়াড তো বটেই, এর পাশাপাশি এবার শেরনি স্কোয়াডও তৈরি করলেন যোগী আদিত্যনাথ। রাজ্য জুড়ে মহিলাদের উপর অত্যাচার, অনাচারে লাগাম টানতেই এই নয়া বাহিনীকে নিয়ে আসা হচ্ছে।

উত্তরপ্রদেশ সরকারের তরফে জানা গিয়েছে যে এই শেরনি স্কোয়াডের সদস্যরা রাজ্যের সমস্ত প্রান্তেই ছড়িয়ে থাকবেন। বিভিন্ন জেলার জনবহুল জায়গাগুলি, মূলত শপিংমল, বাজার ও ধর্মীয়স্থানগুলিতে শেরনি স্কোয়াডের সদস্যদের মোতায়েন করা হবে। কারণ মূলত এইসব এলাকায় ইভটিজিং,শ্লীলতাহানির ঘটনা বাড়ছে। মহিলাদের উপর কোনওরকম নির্যাতন হলেই সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেবেন স্কোয়াডের সদস্যারা। তাঁদের বিশেষ ধরনের ট্রেনিং দিয়ে কাজে মোতায়েন করা হবে। যে কোনও রকম পরিস্থিতি মোকাবিলা করতেই তাঁরা সক্ষম থাকবেন।ইতিমধ্যে ওই স্কোয়াডে যাঁরা থাকবেন তাঁদের নিয়ে তিনদিনের একটি প্রশিক্ষণ শিবির করা হয়েছে। প্রশাসনিক তরফে জানানো হয়েছে, বাজার-সহ জনবহুল জায়গাগুলিতে সকাল ১০টা থেকে রাত সাড়ে আটটা পর্যন্ত নজরদারি চালাবে এই স্কোয়াডের সদস্যরা।

উত্তরপ্রদেশ পুলিশের এসএসপি যোগেন্দ্র কুমার জানিয়েছেন, অনেকগুলি জায়গা রাজ্যে রয়েছে যেখানে মহিলাদের উপর ঘটে যাওয়া কোনও অপ্রীতিকর ঘটনার খবর পেলেও পুলিশের পৌঁছতে দেরি হয়ে যাওয়ার কিছু করে উঠতে পারা যায় না। সেই অবস্থার পরিবর্তন করতেই এই নয়া বাহিনী নিয়ে আসা হচ্ছে। জানা যাচ্ছে, জনবহুল এলাকাগুলিতে, বাজার ও মলের ভিড়ে সাদা পোশাকে মিশে থাকবেন শেরনি স্কোয়াডের সদস্যরা। কিছু অপ্রীতিকর ঘটনা দেখলেই তাঁরা সঙ্গে সঙ্গে অ্যাকশন নিতে পারবেন।