Upper Primary Teachers Recruitment : উচ্চ প্রাথমিকে নিয়োগ, ইন্টারভিউয়ের জন্য কী কী নথি প্রয়োজন ?

উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগের ইন্টারভিউয়ের জন্য কী কী নথি নিতে হবে জানেন ? এক নজরে দেখে নিন সেই তালিকা।

Continues below advertisement

কলকাতা : আগামী ১৯ জুলাই থেকে উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগের জন্য ইন্টারভিউ প্রক্রিয়া শুরু হচ্ছে। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এ কথা জানিয়েছেন। ইন্টারভিউয়ের জন্য কী কী নথি নিতে হবে জানেন ? এক নজরে দেখে নিন সেই তালিকা।

Continues below advertisement

  • ইন্টারভিউয়ের জন্য যাঁদের ডাকা হয়েছে তাঁদের প্রাসঙ্গিক শংসাপত্র/ নথির এক কপি করে ফটোকপি আনতে হবে।
  • প্রার্থীপদের ভেরিফিকেশনের জন্য অবশ্যই সঙ্গে আনতে হবে আনুষঙ্গিক অরিজিনাল নথিগুলিও।
  • অরিজিনাল নথির ভেরিফিকেশনের সময় যদি কোনও তথ্য ম্যাচ না করে বা ত্রুটি ধরা পড়ে, তাহলে সংশ্লিষ্ট প্রার্থীকে ইন্টারভিউ বোর্ডের সামনে পাঠানো হবে না। 
  • যদি কোনও প্রার্থী অরিজিনাল নথি না দেখাতে পারেন তাঁকেও ইন্টারভিউ বোর্ডের সামনে পাঠানো হবে না। 
  • যদি কোনও প্রার্থী ইন্টারভিউয়ের জন্য নির্ধারিত তারিখে উপস্থিত থাকতে না পারেন, তাহলে তাঁকে আর পরবর্তী সুযোগ দেওয়া হবে না। তাঁকে অনুপস্থিত হিসেবে গণ্য করা হবে।
  • সরকার নির্ধারিত কোভিড প্রোটোকল মানতে হবে।
  • কোনও প্রাথীকেই টিএ(ট্রাভেল অ্যালাওয়েন্স) দেওয়া হবে না।

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, উচ্চ প্রাথমিকে নিয়োগ সংক্রান্ত যাবতীয় তথ্য পাওয়া যাবে ওয়েবসাইটে। আদালতের নির্দেশ মেনে নিয়োগ সম্পন্ন হবে। ১৫ হাজার ৪০৬ জন প্রার্থীর তালিকা প্রকাশিত হয়েছে। ইন্টারভিউ শুরু হবে ১৯ জুলাই।   প্রার্থী নিয়োগ সংক্রান্ত তথ্য জানা যাবে www.westbengalssc.com –ওয়েবসাইটে। ইন্টারভিউ প্রক্রিয়া চলবে ৪ অগাস্ট পর্যন্ত। মোট শূন্যপদ ১৪ হাজার ৩৩৯।

হাইকোর্টে জট খুলতেই উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগী উদ্য়োগী হয়েছে রাজ্য। গত সপ্তাহেই জানানো হয়েছিল,  আগামী সপ্তাহ থেকে উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগের ইন্টারভিউ প্রক্রিয়া শুরুর চেষ্টা করা হবে। এসএসসি-র চেয়ারম্যান গত শনিবার জানিয়েছিলেন, তালিকায় যাঁদের নাম নেই, তাঁরা অভিযোগ জানাতে পারবেন। কীভাবে অভিযোগ জানানো যাবে, মঙ্গলবারের মধ্যে ওয়েবসাইটে জানানো হবে। 

শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানিয়েছিলেন যে,  স্বচ্ছতা বজায় রেখে এবার থেকে  প্রতি বছরই এসএসসি এবং প্রাথমিকে টেট আয়োজন করবে রাজ্য সরকার। এসএসসিতে নিয়োগ প্রক্রিয়ায় স্থগিতাদেশ তুলে নেওয়ায় আদালতকে ধন্যবাদ জানিয়েছিলেন তিনি। (ডিসক্লেমার : বিস্তারিত জানার জন্য কমিশনের ওয়েবসাইট অনুসরণ করুন)।

Education Loan Information:
Calculate Education Loan EMI

Continues below advertisement
Sponsored Links by Taboola