নয়াদিল্লি: মালিক মাইনে বাড়ানোর ব্যবস্থা তো করেনইনি,উপরন্তু সকলের সামনে চড় মেরেছিলেন। তারই প্রতিশোধ নিতে মালিকের টাকা ছিনতাই হয়ে গিয়েছে এমন একটি নাটক করতে গিয়ে ধরা পড়ে গেলেন এক ব্যক্তি।
ফরিদাবাদের বাসিন্দা বিজয় প্রতাপ দীক্ষিত নামে এক ব্যক্তি নিজেই পুলিশকে ফোন করে জানান যে তিনি ডাকাতির শিকার হয়েছেন। তিনি জানান, তিনি গত ১৩ অগস্ট তাঁর মালিক নীতিনের থেকে নগদ ২ লক্ষ টাকা এবং ১০ লক্ষ টাকার চেক নিয়ে কোম্পানির ম্যানেজার রমেশ ভাটিয়ার কাছে যান। তারপর চেকের পরিবর্তে ১০ লক্ষ টাকা নিয়ে স্কুটারে যখন ফিরছিলেন, তখন বারাপুল্লা ফ্লাইওভারের কাছে একজন তাঁর পিছনের সিটে চেপে বসে এবং জানায় পাশের বাইকেও দুজন তার সঙ্গে রয়েছে। সেই তিনজন মিলেই তাঁর ১০ লক্ষ টাকা নিয়ে চম্পট দেয় বলে পুলিশকে জানান দীক্ষিত।
কিন্তু বার কয়েক দীক্ষিতের সঙ্গে কথা বলে বেশ খানিকটা অসঙ্গতি দেখতে পান পুলিশ অফিসাররা। কারণ ঘটনার বয়ান দীক্ষিতের বর্ণনায় বদলে যেতে দেখেন তাঁরা। পুলিশ জেরায় দীক্ষিতকে চেপে ধরতেই তিনি সত্যি কথাটা জানান। বলেন, মালিক নীতিন তাঁর মাইনে না বাড়িয়ে সম্প্রতি তাঁকে সকলের সামনে থাপ্পড় মারেন। সেই ঘটনার প্রতিশোধ নিতেই তিনি এই কান্ড করেছেন।
মাইনে বাড়াতে বলায় মালিকের চড়, প্রতিশোধে টাকা ডাকাতির নাটক করে ধৃত
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
17 Aug 2020 07:33 PM (IST)
পুলিশ জেরায় দীক্ষিতকে চেপে ধরতেই তিনি সত্যি কথাটা জানান। বলেন, মালিক নীতিন তাঁর মাইনে না বাড়িয়ে সম্প্রতি তাঁকে সকলের সামনে থাপ্পড় মারেন। সেই ঘটনার প্রতিশোধ নিতেই তিনি এই কান্ড করেছেন।
NEXT
PREV
খবর (news) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -