নয়াদিল্লি: আমেরিকায় প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ চলছে। ডোনাল্ড ট্রাম্প না জো বিডেন, কার কপালে জয়তিলক উঠবে, ঠিক করবেন মার্কিন জনতা। কিন্তু এ দেশে ট্রাম্পের ভক্তরা প্রার্থনা, হোম-যজ্ঞের আয়োজন করলেন তাঁর জয় কামনা করে। হিন্দু সেনা নামে একটি ক্ষুদ্র হিন্দুত্ববাদী গোষ্ঠী পূর্ব দিল্লির এক মন্দিরে পুজো-প্রার্থনা করলেন পুরোহিতের মাধ্যমে। ৩০ মিনিটের পুজোয় ফের আমেরিকার প্রেসিডেন্ট পদের দৌড়ে নামা রিপাবলিক্যান প্রার্থীর জন্য আশীর্বাদ প্রার্থনা করলেন হিন্দু নিয়মরীতি মেনে। বিশেষ মন্ত্রোচ্চারণ, হভনও হয়। বেদ শাস্ত্রী নামে পুরোহিত সাংবাদিকদের বলেন, ডোনাল্ড ট্রাম্পই বিশ্বের একমাত্র নেতা যিনি ইসলামি কট্টরপন্থীদের বিরুদ্ধে সরব। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে তাঁকেই সমর্থন করা উচিত।
হিন্দু সেনার ভাইস প্রেসিডেন্ট বিষ্ণু গুপ্তা বলেছেন, গত প্রেসিডেন্ট নির্বাচনেও আমরা ওনার জয়ের জন্য আশীর্বাদ চেয়ে প্রার্থনা করেছিলাম। এবার ফের তাঁর হয়ে আশীর্বাদ চাইছি। ওনার জয় শুধু বিশ্বের নয়, ভারতের কাছেও একটা বড় ব্যাপার, কেননা চিন ও পাকিস্তানের বিরুদ্ধে ভারতের ভাল বন্ধু হিসাবে পাশে থেকেছে আমেরিকা।
কয়েক বছর আগে দক্ষিণপন্থী গোষ্ঠীটি দিল্লির যন্তরমন্তরে ট্রাম্পের ৭১-তম জন্মদিনও পালন করে, এমনকী চলতি বছরে ট্রাম্প-মোদি বৈঠকের আগেও প্রার্থনার আয়োজন করেছিল।
‘ইসলামি কট্টরপন্থীদের বিরুদ্ধে সরব একমাত্র তিনিই’, মার্কিন প্রেসিডেন্ট ভোটে ট্রাম্পের জন্য হোম-যজ্ঞ হিন্দু সেনার
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
03 Nov 2020 08:03 PM (IST)
হিন্দু সেনার ভাইস প্রেসিডেন্ট বিষ্ণু গুপ্তা বলেছেন, গত প্রেসিডেন্ট নির্বাচনেও আমরা ওনার জয়ের জন্য আশীর্বাদ চেয়ে প্রার্থনা করেছিলাম। এবার ফের তাঁর হয়ে আশীর্বাদ চাইছি। ওনার জয় শুধু বিশ্বের নয়, ভারতের কাছেও একটা বড় ব্যাপার, কেননা চিন ও পাকিস্তানের বিরুদ্ধে ভারতের ভাল বন্ধু হিসাবে পাশে থেকেছে আমেরিকা।
NEXT
PREV
খবর (news) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -