নয়া দিল্লি: ভারতে অবস্থিত মার্কিন দূতাবাস একটি ভিসা সতর্কতা জারি করেছে। যেখানে বলা হয়েছে যে মার্কিন যুক্তরাষ্ট্রে হামলা, চুরি করলে ভিসা বাতিল হতে পারে। ইলিনয়ের একটি টার্গেট স্টোরে এক ভারতীয় মহিলার ১.১ লক্ষ টাকার জিনিসপত্র চুরি করার সময় ধরা পড়ার পরই বার্তা প্রকাশ।  

সতর্কতামূলক নির্দেশিকায় আরও বলা হয়েছে যে, এই ধরনের কাজ - ডাকাতি - ভবিষ্যতে মার্কিন ভিসার জন্য অযোগ্য করে তুলতে পারে, যার ফলে মার্কিন যুক্তরাষ্ট্রে পুনরায় প্রবেশ রোধ করা হবে। তাই, দূতাবাস বিদেশী দর্শনার্থীদের আইন-শৃঙ্খলা মেনে চলার আহ্বান জানিয়েছে।

সোশাল মিডিয়া এক্স- এ ভারতে অবস্থিত মার্কিন দূতাবাস জানিয়েছে, "মার্কিন যুক্তরাষ্ট্রে হামলা, চুরি করলে কেবল আইনি সমস্যাই হবে না - এর ফলে আপনার ভিসা বাতিল হতে পারে এবং ভবিষ্যতে মার্কিন ভিসার জন্য আপনাকে অযোগ্য করে তুলতে পারে। মার্কিন যুক্তরাষ্ট্র আইন-শৃঙ্খলাকে মূল্য দেয় এবং বিদেশী পর্যটকদের সমস্ত মার্কিন আইন মেনে চলবে বলে আশা করে।"

মার্কিন যুক্তরাষ্ট্রের ফেডারেল আইন সংক্রান্ত তথ্যের অফিসিয়াল ওয়েবসাইট congress.gov-এ উপলব্ধ তথ্য অনুসারে, সম্পত্তি চুরি করা সম্ভবত বিভিন্ন ধরণের রাষ্ট্রীয় আইন লঙ্ঘন করে যা বিভিন্ন ধরণের চুরিকে অপরাধ হিসেবে গণ্য করে এবং পরিস্থিতির উপর নির্ভর করে, এটি ফেডারেল ফৌজদারি আইনেরও লঙ্ঘন করতে পারে।

ভাইরাল ভিডিওতে দেখা গেছে, পুলিশের বডিক্যামেরা ফুটেজে এক টার্গেট কর্মী অভিযোগ করছেন, 'এই মহিলা সাত ঘণ্টা ধরে দোকানে ঘুরছিলেন। তিনি জিনিসপত্র তুলছিলেন, ফোনে দেখছিলেন, এক শেলফ থেকে আরেক শেলফে যাচ্ছিলেন এবং শেষ পর্যন্ত কোনও পেমেন্ট না করেই দোকানের পশ্চিম দিকের গেট দিয়ে বেরিয়ে যাওয়ার চেষ্টা করেন।' 

রিপোর্ট অনুযায়ী, মার্কিন যুক্তরাষ্ট্রে বেড়াতে গিয়ে এক ভারতীয় মহিলা টার্গেট স্টোর থেকে জিনিসপত্র চুরি করতে গিয়ে ধরা পড়েন। এই অভিযোগের পরিপ্রেক্ষিতে তাঁকে তদন্তের মুখোমুখি হতে হয়েছে। যুক্তরাষ্ট্রের ইলিনয় অঙ্গরাজ্যের একটি টার্গেট স্টোরে সাত ঘণ্টার বেশি সময় ঘোরাঘুরির পর ওই মহিলার সন্দেহজনক আচরণ লক্ষ্য করে কর্মীরা পুলিশে খবর দেয়। পুলিশ জানিয়েছে, ওই মহিলা প্রায় ১৩০০ ডলার মূল্যের জিনিসপত্র চুরি করেছেন বলে সন্দেহ করা হচ্ছে।

ভিডিয়োতে দেখা গিয়েছে, ঘটনাস্থলে পুলিশ পৌঁছলে ওই মহিলা বিষয়টি মীমাংসা করতে চান এবং জিনিসগুলির দাম মেটানোর প্রস্তাব দেন। তিনি বলেন, 'আমি দুঃখিত যদি আপনাদের বিরক্ত করে থাকি। আমি এই দেশের মানুষ নই, এখানে থাকব না।'