নয়াদিল্লি: পুণ্যার্থীদের বাসে, রবিবার যে জঙ্গি হামলা হয়, তাতে অন্তত ৩ জন বিদেশি সন্ত্রাসবাদী (Foreign Terrorists Involved iN kashmir Terrorist Attack) জড়িত বলে প্রাথমিক ভাবে জানতে পেরেছেন তদন্তকারীরা। অসমর্থিত সূত্রে খবর, হামলাকারী ২ জন জঙ্গি রিয়াসির অপেক্ষাকৃত উঁচু এবং জঙ্গলে ঘেরা এলাকায় লুকিয়ে রয়েছে। ফলে নিরাপত্তাবাহিনীর পক্ষে তাদের খোঁজ পাওয়া দুরূহ। তবে সেই বাধা পেরিয়েই তাদের সন্ধানে আঁতিপাঁতি করে তল্লাশি চালাচ্ছে বিশাল নিরাপত্তাবাহিনী। এছাড়া আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য হাতে মিলেছে বলেও খবর।


যা জানা গেল...
সূত্রের আরও খবর, যে বন্দুক থেকে জঙ্গিরা এই হামলা চালিয়েছিল সেগুলি M4 carbines। আশির দশকে আমেরিকায় তৈরি এই অ্যাসল্ট রাইফেল বিশ্বজুড়ে বহু সামরিক বাহিনী ব্যবহার করে। শোনা যাচ্ছে, এর একটি সংস্করণ পাকিস্তানের স্পেশ্যাল ফোর্স এবং সিন্ধ পুলিশের স্পেশাল সিকিউরিটি ইউনিটের কাছেও রয়েছে। জম্মু  ও কাশ্মীরের রিয়াসি জেলায় যে দিন এই হামলা চলল, সে দিনই দেশের রাজধানীতে তৃতীয় বার প্রধানমন্ত্রী পদে শপথ নিচ্ছেন নরেন্দ্র মোদি। এমন দিনে এত বড় হামলার ঘটনা দেশের দুঁদে গোয়েন্দাদেরও চিন্তায় ফেলে দেবে, এরকমই জল্পনা নানা মহলে। জম্মু ও কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা এই হামলার নিন্দা করে জানিয়েছেন, প্রধানমন্ত্রী স্বয়ং পরিস্থিতির দিকে নজর রাখছেন। তিনি আরও বলেন, 'আমাদের পুলিশ এবং নিরাপত্তা বাহিনী সন্ত্রাসবাদীদের পাকড়াও করতে যৌথ ভাবে তল্লাশি অভিযান শুরু করেছে।' অপরাধীরা পার পাবে না, আশ্বাস তাঁর। 


হামলা নিয়ে...
গত কাল, ৫৩ জন পুণ্যার্থীকে নিয়ে শিবখোর গুহামন্দিরের দিকে যাচ্ছিল ওই বাস। হঠাতই সেটির উপর গুলিবৃষ্টি শুরু হয়। হামলার হাত থেকে বাঁচতে বাসটি ঘোরাতে গিয়ে বেকায়দায় একটি খাদে পড়ে যায়। মারা যান ১০ জন, জখম অন্তত ৩৩ জন। ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকা দেহ এবং ক্ষতিগ্রস্ত বাসটির একের পর এক ছবি সোশ্যাল মিডিয়ায় আসতেই স্পষ্ট হতে থাকে, ঠিক কতটা ভয়াবহ ছিল এই আক্রমণ। নরেন্দ্র মোদির শথপগ্রহণের দিন এমন ঘটনা রাজনৈতিক মহলেও আলোড়ন তৈরি করেছে। কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ ঘটনায় গভীর শোকপ্রকাশ করে আশ্বাস দেন, অপরাধীদের কোনও মতেই রেয়াত করা হবে না। কংগ্রেস সাংসদ রাহুল গাঁধীও এই হামলার নিন্দা করেছেন। তব একই সঙ্গে বলেন, 'জম্মু ও কাশ্মীরের নিরাপত্তার হাল কী, সেটা এই ঘটনা থেকে বোঝা যায়।'  এমনিতে রিয়াসি এলাকায় জঙ্গি-কার্যকলাপ তুলনামূলক ভাবে কম। কিন্তু গত কাল যা ঘটল, তার সিঁদুরে মেঘ দেখছেন বাসিন্দারা। বাড়ানো হয়েছে নিরাপত্তা। তল্লাশি অভিযান জারি রয়েছে।


আরও পড়ুন:প্রবল বর্ষণে সিকিমে ধস, একাধিক মৃত্যু, তলিয়ে গেল একের পর এক বাড়ি, নিখোঁজ ১..