টেক্সাস: আমেরিকায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে এখনও পর্যন্ত মারা গিয়েছেন প্রায় ১ লক্ষ ৩৫ হাজার মানুষ। এখনও সংক্রমণ ছড়াচ্ছে রোজ। আক্রান্ত ও মৃতের সংখ্যা বাড়ছে লাফিয়ে। কিন্তু কে শোনে কার কথা। টেক্সাসে এক যুবক ভাবলেন, ব্যাপারটা নেহাৎই একটা গুজব বোধহয়। যা নয় তাই নিয়ে ভয়ে, আতঙ্কে মানুষ মরছে। তাই করোনা আক্রান্তের সঙ্গে জমিয়ে পার্টি করলেন এবং ভয়াবহ রকমের সংক্রমিত হওয়ার পর শেষটায় বুঝলেন যে, না, ব্যাপারটা অতখানি হালকা নয়!
বছর তিরিশের ওই যুবককে ভর্তি করা হয় সান আন্তোনিও হাসপাতালে। সেখানে তাঁর মৃত্যু হয়। হাসপাতালের চিফ মেডিক্যাল অফিসার জেন অ্যাপেলবাই জানাচ্ছেন, এই যুবক এবং আরও কয়েকজন মিলে এক করোনা আক্রান্ত বন্ধুর সঙ্গে ‘কোভিড-১৯’ পার্টির আয়োজন করেন। পার্টির উদ্দেশ্যই হল, হাতেকলমে দেখা, করোনা আক্রান্তের সঙ্গে মাখামাখি করলে রোগটা আদৌ হয় নাকি পুরোটাই গাঁজাখুরি গপ্পো। আক্রান্ত হওয়ার পর যুবক অবশ্য বুঝতে পারেন যে মস্ত গন্ডগোল হয়ে গিয়েছে। নার্সকে বলেনও, জানেন, মনে হয় একটা ভুল করে ফেলেছি।
কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছে। ভয়ানক আক্রান্ত হয়ে গিয়েছেন তিনি। অ্যাপেলবাই জানাচ্ছেন, কমবয়সীরা আক্রান্ত হলেও আপাতভাবে তাঁদের সুস্থই মনে হয়। কিন্তু টেস্ট করলে ধরা পড়ে, তাঁদের শরীরে অক্সিজেনের মাত্রা কতখানি কমে গিয়েছে, অকেজো হয়ে যাচ্ছে একের পর এক অঙ্গপ্রত্যঙ্গ। তাঁর কথায়, যুবসমাজ ভুল করে ফেলছে সেখানেই। কেউ আক্রান্ত হলে বিযয়টি অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখতে হবে। না হলে পরিণতি হতে পারে এই যুবকের মতো।
ভাবলেন কোভিড নেহাৎই গুজব, রোগীর সঙ্গে পার্টি করে প্রাণ হারালেন যুবক
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
13 Jul 2020 02:33 PM (IST)
অ্যাপেলবাই জানাচ্ছেন, কমবয়সীরা আক্রান্ত হলেও আপাতভাবে তাঁদের সুস্থই মনে হয়। কিন্তু টেস্ট করলে ধরা পড়ে, তাঁদের শরীরে অক্সিজেনের মাত্রা কতখানি কমে গিয়েছে, অকেজো হয়ে যাচ্ছে একের পর এক অঙ্গপ্রত্যঙ্গ।
NEXT
PREV
খবর (news) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -