নয়াদিল্লি: এবার অরবিন্দ কেজরিওয়ালের গ্রেফতারিতে মুখ খুলল আমেরিকা। দিল্লির মুখ্যমন্ত্রীর গ্রেফতারির দিকে তাদের নজর রয়েছে বলে জানানো হল। কেজরিওয়ালের গ্রেফতারিতে ন্যায্য, স্বচ্ছ এবং দ্রুত আইনি প্রক্রিয়ার পক্ষে সওয়াল করেছে তারা। জার্মানির পর কেজরিওয়ালের গ্রেফতারি নিয়ে মুখ খুলল আমেরিকা। (US on Kejriwal)
কেজরিওয়ালের গ্রেফতারি নিয়ে সংবাদ সংস্থা রয়টার্সে মুখ খোলেন আমেরিকার বিদেশ দফতরের মুখপাত্র। তিনি বলেন, "মুখ্যমন্ত্রী কেজরিওয়ালের ক্ষেত্রে নিরপেক্ষ, স্বচ্ছ এবং দ্রুত আইনি প্রক্রিয়া চাই আমরা।" এর আগে, কেজরিওয়ালের গ্রেফতারি নিয়ে মুখ খুলেছিল জার্মানি। কেজরিওয়াল ন্যায্য এবং নিরপেক্ষ বিচার পাওয়ার অধিকারী বলে জানিয়েছিল তারা। (Arvind Kejriwal Arrested)
আবগারি দুর্নীতি মামলায় কেজরিওয়াল গ্রেফতার হওয়ার পরই প্রতিক্রিয়া জানায় জার্মানি। তাদের বিদেশ দফতরের মুখপাত্র সেবাস্টিয়ান ফিশার মুখ খোলেন। তিনি বলেন, "বিষয়টি নজরে এসেছে আমাদের। ভারত একটি গণতান্ত্রিক দেশ। সেখানে বিচারবিভাগের স্বাধীনতা এবং মৌলিক গণতান্ত্রিক নীতি কার্যকর বলেই আশা রাখি আমরা। এই মামলার ক্ষেত্রেও তা প্রযোজ্য হবে বলে আশা করব। ন্যায্য এবং নিরপেক্ষ বিচার পাওয়ার অধিকার রয়েছে কেজরিওয়ালের। আইনি সুযোগসুবিধা থেকে তাঁকে কোনও ভাবে বঞ্চিত হতে হবে না বলে আশা করা যায়। আইনের শাসনে দোষী সাব্যস্ত না হওয়া পর্যন্ত অভিযুক্ত নির্দোষ। আমাদের আশা, এক্ষেত্রেও সেই নীতি মেনেই চলা হবে।"
আরও পড়ুন: Raghuram Rajan: অর্থনীতির কাঠামোতেই গলদ, জিগিরে বিশ্বাস করে লাভ নেই, দেশবাসীকে সতর্কবার্তা রঘুরামের