ওয়াশিংটন: স্বামীর খাওয়ার জলে চোখের ড্রপ মিশিয়ে তাঁকে মেরে ফেলার অভিযোগ কবুল আমেরিকার এক মহিলার। ২৫ বছরের জেল হয়েছে তাঁর। দক্ষিণ ক্যারোলিনার বাসিন্দা ৫৩ বছর বয়সি লানা স্যু ক্লেটন নামে ওই মহিলা স্বীকার করেছেন, শার্লটের কাছে ক্লোভারে নিজেদের বাড়িতে অনিচ্ছাকৃত ভাবে তিনি মেরে ফেলেছেন ৬৪ বছরের স্বামী, স্টিভেন ক্লেটনকে। ২০১৮-র ১৯ ও ২১ জুলাইয়ের মধ্যে স্বামীর খাওয়ার জলে চোখের ওষুধের ড্রপ মিশিয়ে বিষক্রিয়া ঘটানোর অভিযোগ ছিল লানার বিরুদ্ধে। প্রথমে মনে হয়েছিল, ওই মৃত্যু স্বাভাবিক ব্যাপার। পরে সেই জলের অটোপসি টক্সিকোলজি রিপোর্টে ক্ষতিকর মাত্রায় টেট্রাহাইড্রোজোলাইনের অস্তিত্ব ধরা পড়ে। এটি চোখের ড্রপে পাওয়া যায়।
ইয়র্কের কাউন্ট শেরিফের অফিসার পাবলিক ইনফর্মেশন অফিসার ট্রেন্ট ফারিস স্থানীয় টিভি চ্যানেলকে বলেছেন, ওই ব্যক্তির শরীরে কিছুটা মাত্রায় টেট্রাহাইড্রোজোলাইন পেয়েছেন করোনার। তারপরই আমরা মামলা চালু করি, আমাদের কাছে ঘটনাটা অস্বাভাবিক ঠেকে।
লানা দোষী ঘোষিত হওয়ার সময় স্বামীকে বিষ মেশানো জল খাওয়ানোর অভিযোগ কবুল করেও সাফাই দেন, তাঁর ওপর স্বামী অত্যাচার করতেন। খবরের চ্যানেলটি তাঁকে উদ্ধৃত করে বলেছে, স্টিফেনের পানীয়তে সাত-পাঁচ না ভেবে চোখের ড্রপ মিশিয়েছি যাতে ও অসুস্থ, অস্বস্তি বোধ করে। আমি নির্যাতন সয়ে সয়ে মনকষ্টে ছিলাম। চেয়েছিলাম, আমায় রেহাই দিক ও। কমলা রঙা জেলবন্দির পোশাক পরে লানা আরও বলেন, তবে কখনও ভাবিনি, এতে ওর মৃত্যু হবে।
বয়স্কদের দেখভাল সংক্রান্ত দফতরের প্রাক্তন নার্স লারা ছায়াছবি দেখে গন্ধহীন, বর্ণহীন, স্বাদহীন চোখের ড্রপ ব্যবহারের আইডিয়া পেয়েছিলেন বলে জানিয়েছেন, বলেছেন, এতে ডায়ারিয়া হবে ভেবেছিলেন। যদিও বিচারবিভাগের অফিসারদের দাবি, লানা স্বামীর টাকাপয়সার লোভে তাঁকে খুন করেন, তিনি যাতে কারও সাহায্য না চাইতে পারেন, সেজন্য তাঁর সেল ফোন জলে ফেলে দেন, এমনকী তাঁর তৈরি করা উইলও পুড়িয়ে ফেলেন।
স্টিভেনের বোন বলেছেন, আমার জীবনে যতগুলো চমত্কার মানুষ দেখেছি, তাদের একজনকে বোকা বানিয়েছে ও। আমার ভাইয়ের ভয়াবহ মৃত্যু হয়েছে। মনে হয়, বাঁচার জন্য প্রবল আকুতি ছিল ওর।
ব্যাপারটা অস্বাভাবিক হলেও খাওয়ার জলে চোখের ড্রপ মেশানোর এটাই একমাত্র ঘটনা নয়। গত মাসেও উত্তর ক্যারোলিনার এক ব্যক্তির বিরুদ্ধে স্ত্রীকে চোখের ড্রপ দিয়ে মেরে ফেলার অভিযোগ ওঠে।
খাওয়ার জলে চোখের ড্রপ মিশিয়ে স্বামীকে হত্যার অভিযোগ কবুল, ২৫ বছর জেল স্ত্রীর
Web Desk, ABP Ananda
Updated at:
17 Jan 2020 07:21 PM (IST)
লানা দোষী ঘোষিত হওয়ার সময় স্বামীকে বিষ মেশানো জল খাওয়ানোর অভিযোগ কবুল করেও সাফাই দেন, তাঁর ওপর স্বামী অত্যাচার করতেন। খবরের চ্যানেলটি তাঁকে উদ্ধৃত করে বলেছে, স্টিফেনের পানীয়তে সাত-পাঁচ না ভেবে চোখের ড্রপ মিশিয়েছি যাতে ও অসুস্থ, অস্বস্তি বোধ করে। আমি নির্যাতন সয়ে সয়ে মনকষ্টে ছিলাম। চেয়েছিলাম, আমায় রেহাই দিক ও। কমলা রঙা জেলবন্দির পোশাক পরে লানা আরও বলেন, তবে কখনও ভাবিনি, এতে ওর মৃত্যু হবে।
প্রতীকী চিত্র।
NEXT
PREV
খবর (news) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -