ওয়াশিংটন: আমেরিকা এখন গোটা বিশ্বে করোনা ভরকেন্দ্র। গত ২৪ ঘণ্টায় এ দেশে মারা গিয়েছেন ৬৩৮ জন, মোট আক্রান্তের সংখ্যা ১৮ লাখের বেশি। শুধু গতকালই আমেরিকায় ২০,৩৫০ জন নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন। হিসেবগুলি শুনতে ভয়াবহ হলেও আমেরিকায় কিন্তু করোনা আক্রান্তের সংখ্যা কমছে।

বিশ্বের প্রায় এক তৃতীয়াংশ করোনা রোগী আমেরিকার বাসিন্দা। নিউ ইয়র্ক, নিউ জার্সি ও ক্যালিফোর্নিয়ায় করোনা আক্রান্তের সংখ্যা সব থেকে বেশি। আজ এ দেশে রোগীর সংখ্যা ১৮,৩৭,০০০ পেরিয়ে গিয়েছে। সুস্থ হয়েছেন ৫,৯৯,০০০ জন। প্রায় ৬ শতাংশ করোনা রোগীর মৃত্যু হয়েছে, সেরে উঠেছেন ৩৩ শতাংশ রোগী।

এখন দেখা যাচ্ছে, শেষ কিছুদিনে আমেরিকায় নতুন করোনা আক্রান্তের সংখ্যা নিয়ম করে কমছে। নিউ ইয়র্কেও পরিস্থিতি সঙ্কটজনক হলেও  আগের মাসগুলির মত ভয়াবহ নয়। ম্যাসাচুসেটস ও রোডস আইল্যান্ডেও রোগীর সংখ্যা কমেছে, একইভাবে উন্নতি করছে ভারমন্ট, হাওয়াই ও আলাস্কা।  আশায় ভর করে অফিস কাছারি, দোকানপাট খোলা হয়েছে, যদিও সংক্রমণ বেড়ে যাওয়ার আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এখনও পর্যন্ত মাত্র কয়েক শতাংশ মানুষেরই করোনা পরীক্ষা হয়েছে, ফলে রোগ যে কতটা ছড়িয়েছে তা এখনও বোঝা সম্ভব নয়। এখনও উদ্বেগজনক হারে প্রতিদিন মানুষ এই রোগে আক্রান্ত হচ্ছেন। তবু গত মাসের সিংহভাগ পর্যন্তও যেখানে প্রায় প্রতিদিন হাজারের বেশি মার্কিনের এই রোগে মৃত্যু হয়েছে, সেখানে গতকাল মৃতের সংখ্যা কমে দাঁড়িয়েছে ৬৩৮, তা আশাপ্রদ বলে চিকিৎসকরা মনে করছেন।