Realme Phones: ভারতে দ্রুত লঞ্চ হতে চলেছে রিয়েলমির একটি ৫জি ফোন। শোনা যাচ্ছে, লঞ্চ হতে পারে রিয়েলমি ১৬ প্রো প্লাস ৫জি ফোন। তবে এই একটিই ফোন নয়, ভারতে লঞ্চ হতে চলেছে রিয়েলমির আরও একটি ফোন। শোনা গিয়েছে, সেটি একটি ৪জি মডেল হতে চলেছে। রিয়েলমি সি৮১ ৪জি ফোন লঞ্চ হতে পারে। খুব বেশি দেরি নেই এই ফোন লঞ্চ হবে। তবে রিয়েলমির এই দুই ফোন লঞ্চেরই নির্দিষ্ট কোনও দিনক্ষণ এখনও প্রকাশ্যে আসেনি। কিন্তু আনুষ্ঠানিক লঞ্চের আগে এই দুই ফোন সম্পর্কে বেশ কিছু সম্ভাব্য তথ্য জানা গিয়েছে। রিয়েলমি ১৬ প্রো প্লাস ৫জি ফোন লঞ্চ হতে পারে চারটি র্যাম এবং স্টোরেজ ভ্যারিয়েন্টে। আর রিয়েলমি সি৮১ ফোন লঞ্চ হতে পারে দুটো স্টোরেজ কনফিগারেশনে।
কোন কোন ভ্যারিয়েন্টে লঞ্চ হতে পারে এই দুই ফোন, জেনে নিন সম্ভাব্য তথ্য
রিয়েলমি ১৬ প্রো প্লাস ৫জি ফোন ৮ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ, ৮ জিবি র্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ এবং ১২ জিবি র্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ, ১২ জিবি র্যাম ও ৫১২ জিবি স্টোরেজ - এই চার ভ্যারিয়েন্টে লঞ্চ হতে পারে। Master Grey, Master Gold, Camellia Pink - এই তিন রঙে রিয়েলমি ১৬ প্রো প্লাস ৫জি ফোন লঞ্চ হতে পারে ভারতে। রিয়েলমি ১৫ সিরিজের ফোনের সাকসেসর হিসেবে রিয়েলমি ১৬ সিরিজের এই ফোন ভারতে লঞ্চ হতে পারে। যদিও রিয়েলমি সংস্থা আনুষ্ঠানিক ভাবে এখনও কিছু জানায়নি। রিয়েলমি ১৪ প্রো প্লাস ৫জি মডেল ভারতে লঞ্চ হয়েছিল এবছরের (২০২৫) শুরুতে, জানুয়ারি মাসে। রিয়েলমি ১৫ সিরিজে কোনও 'প্রো প্লাস' মডেল ভারতে আসেনি। তবে এবার রিয়েলমি ১৬ সিরিজের একটি 'প্রো প্লাস ৫জি' ফোন ভারতে আসতে চলেছে বলে শোনা গিয়েছে।
অন্যদিকে, রিয়েলমি সি৮১ ৪জি ফোন লঞ্চ হতে পারে ৪ জিবি র্যাম ও ৬৪ জিবি স্টোরেজ, ৪ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ - এই দুই ভ্যারিয়েন্টে। Storm Black এবং Glacier Blue - এই দুই রঙে রিয়েলমি সি৮১ ৪জি ফোন ভারতে লঞ্চের সম্ভাবনা রয়েছে।
রিয়েলমির এই দুই ফোন লঞ্চের দিনক্ষণ এখনও প্রকাশ্যে আসেনি। হয়তো আগামী মাসে জানা যাবে, এই দুই ফোনের লঞ্চের দিনক্ষণ। সেই সঙ্গে প্রকাশ্যে আসবে আরও কিছু তথ্য।