লখনউ: বাড়িতে বার বার সাপের ছোবল। আত্মীয় বাড়িতে গিয়েও একই ঘটনা। সাপের ভয়ে একদিকে ভিটেমাটি ছাড়া হতে হয়েছিল আগেই। বার বার সাপের কামড়ের চিকিৎসা করাতে গিয়ে এবার সর্বস্বান্ত হতে বসেছেন উত্তরপ্রদেশের বাসিন্দা বিকাশ দুবে। কারণ ১০ দিন আগে পর্যন্ত পাঁচ বার সাপের ছোবল খেয়েছিলেন তিনি, যা বেড়ে সাতবার হয়ে গিয়েছে। এর মধ্যে আরও দু'বার সাপে কামড়েছে তাঁকে। (Viral News)


উত্তরপ্রদেশের ফতেপুরের ঘটনা। ২৪ বছর বয়সি বিকাশকে গত ৪০ দিনে সাত-সাতবার সাপে কামড়েছে। এই ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে। পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে রাজ্য সরকারের  কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন বিকাশ। উত্তরপ্রদেশের চিফ মেডিক্যাল অফিসার রাজীব নারায়ণ গিরি সেই কথা মেনে নিয়েছেন। বিকাশ আর্থিক সাহায্য চেয়েছেন বলে জানিয়েছেন তিনি। (Uttar Pradesh Snake Bite Case)


প্রথম বার , গত ২ জুন সাপে কামড়ায় বিকাশকে। রাতে ঘুম ভেঙে বিছানা থেকে নামতেই তাঁকে সাপে কামড়ায়। তড়িঘড়ি বেসরকারি নার্সিং হোমে নিয়ে গেলে বেঁচে যান তিনি। তবে সেখানেই শেষ নয়। বাড়িতে আরও তিন বার সাপে কামড়ায় তাঁকে। প্রতিবারই বেঁচে ফেরেন তিনি। কিন্তু বার বার এমন ঘটায় চিকিৎসক তাঁকে বাড়ি ছাড়ার পরামর্শ দেন। সেই মতো আত্মীয়ের বাড়িতে গিয়ে ওঠেন। কিন্তু সেখানেও ফের সাপে কামড়া বিকাশকে।


আরও পড়ুন: 'মেয়েদের পতিতা বানাতে না চাইলে স্কুলে পাঠাবেন না' পাক-ইউটিউবারের গানে নিন্দার ঝড়, কী বললেন নেটিজেনরা


দিন দশেক আগে বিষয়টি সামনে আসতেই শোরগোল পড়ে যায়। কিন্তু এরই মধ্যে আরও দু'বার সাপে কামড়েছে তাঁকে। শুধু তাই নয়, বেছে বেছে প্রতি শনিবারই বিকাশের শরীরে সাপ ছোবল বসাচ্ছে বলে দাবি পরিবারের। সেই নিয়ে আতঙ্ক ছড়িয়েছে। বিষয়টি অদ্ভুতও ঠেকছে কারও কারও কাছে। বাড়ির লোকজন তো আতঙ্কিত বটেই, গ্রামের লোকজনও ভয় পাচ্ছেন। বার বার বিকাশকেই কেন সাপে কামড়াচ্ছে, ভেবে কূল-কিনারা করতে পারছেন না তাঁরা।


উত্তরপ্রদেশের চিফ মেডিক্যাল অফিসার রাজীব জানিয়েছেন, জেলাশাসকের কাছে এসে কান্নায় ভেঙে পড়েন বিকাশ। সাপে কামড়ানোর চিকিৎসা করাতে গিয়ে তিনি সর্বস্বান্ত হয়ে গিয়েছেন বলে জানান। সরকারের কাছে আর্থিক সাহায্যও প্রার্থনা করেছেন তিনি। আপাতত বিকাশকে সরকারি হাসপাতালে চিকিৎসা করানোর প্রয়োজন দিয়েছে স্থানীয় প্রশাসন। 


কিন্তু প্রতিবার বিকাশকেই কেন সাপে কামড়াচ্ছে, বেছে বেছে শনিবারই কেন তাঁর শরীরে ছোবল বসাচ্ছে সাপ, বিষয়টি অদ্ভুত ঠেকছে বলে জানিয়েছেন চিফ মেডিক্যাল অফিসারও। সত্যিই সাপে কামড়াচ্ছে বিকাশকে, নাকি অন্য কিছু ঘটছে, তা খতিয়ে দেখা প্রয়োজন বলে জানিয়েছেন তিনি। তিনি বলেন, "শনিবার শনিবার একজন ব্যক্তি সাপে কামড়াচ্ছে, তিনি হাসপাতালে ভর্তি হচ্ছেন, আবার সুস্থ হয়ে ফিরেও আসছেন প্রতিবার, বিষয়টি অদ্ভুত ঠেকছে।" চিকিৎসকদের নিয়ে বিশেষ কমিটি গড়া হতে পারে বলেও জানিয়েছেন।