লখনউ: ফ্রান্সে শার্লি এবদোর পয়গম্বর হজরত মহম্মদের ব্যঙ্গচিত্র ঘিরে খুন সমর্থন করে বিতর্কিত মন্তব্য করায় প্রখ্যাত কবি মুনব্বর রানার বিরুদ্ধে এফআইআর দায়ের করল যোগী আদিত্যনাথের পুলিশ। বিরোধ বা বিভেদ তৈরির অভিযোগ তুলে আজ লখনউয়ে তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। পুলিশের উচ্চকর্তা(ডিসিপি সেন্ট্রাল) সোমেন ভার্মা জানিয়েছেন, সম্প্রতি এক টেলিভিশন শোয়ে ফ্রান্সে ব্যঙ্গচিত্র বিতর্কের জেরে গলা কেটে শিক্ষক খুনকে তিনি সমর্থন করেছেন। তাঁর এই আচরণ কোনওভাবে মেনে নেওয়া যায় না।
লখনউয়ে হজরতগঞ্জ পুলিশ স্টেশনে রানার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় অভিযোগ আনা হয়েছে। দিনকয়েক আগে ফ্রান্সে হজরত মহম্মদের ব্যঙ্গচিত্র ও ইসলামের অবমাননার অভিযোগে এক মহিলাকে গলা কেটে খুন করে এক আততায়ী। গির্জায় ঢুকে ছুরি হামলায় আরও দুজনকে খুন করে সে। এক টিভি শোয়ে এই ঘটনার উল্লেখ করে রানা বলেন, এ ধরনের কার্যকলাপ মানুষকে চরম পদক্ষেপ নিতে বাধ্য করে, যেমনটা ফ্রান্সে হয়েছে। এমনকি ওই জায়গায় তিনি থাকলে, তিনিও এমনটা করতেন বলেই জানিয়েছিলেন।
কবির এই মনোভাবের জেরে সমাজে বিভেদ তৈরি হচ্ছে, সামাজিক শান্তি বিঘ্নিত হচ্ছে বলেই মনে করে প্রশাসন। এমনকি তাঁর ওই ধরনের মন্তব্য সামাজিক ঐক্যের উপর আঘাত হানছে বলে মন্তব্য করেছে পুলিশ।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেও নিশানা করে কবি বলেছিলেন, রাফাল চুক্তির জন্যই তিনি ফ্রান্সকে সমর্থন করে চলেছেন।
শার্লি এবদোয় মহম্মদের ব্যঙ্গচিত্রের জেরে হত্য়া সমর্থন, কবি মুনব্বর রানার বিরুদ্ধে এফআইআর
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
02 Nov 2020 10:03 PM (IST)
দিনকয়েক আগে ফ্রান্সে হজরত মহম্মদের ব্যঙ্গচিত্র ও ইসলামের অবমাননার অভিযোগে এক মহিলাকে গলা কেটে খুন করে এক আততায়ী। গির্জায় ঢুকে ছুরি হামলায় আরও দুজনকে খুন করে সে। এক টিভি শোয়ে এই ঘটনার উল্লেখ করে রানা বলেন, এ ধরনের কার্যকলাপ মানুষকে চরম পদক্ষেপ নিতে বাধ্য করে, যেমনটা ফ্রান্সে হয়েছে।
NEXT
PREV
খবর (news) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -