লখনউ: যদি সরকার এই নিয়ম লাগু করে তাহলে বড় সমস্যার মুখে পড়তে পারেন সরকারী কর্মীরা। এমনকী না-ও পেতে পারেন বেতন। সরকারের তরফে সরকারি পোর্টালে স্থায়ী এবং অস্থায়ী সম্পদের বিস্তারিত জানানোর কথা বলা হয়েছে। যারা এই তথ্য দেওয়া থেকে বিরত থাকবেন, তারা বেতন না-ও পেতে পারেন বলে জানান হয়েছে। 


এনডিটিভির রিপোর্টে প্রকাশিত তথ্য অনুযায়ী, যোগী আদিত্যনাথ সরকারের আদেশ না মানলে ১৩ লক্ষেরও বেশি কর্মচারী তাদের বেতন হারাতে পারে। সরকারি কর্মচারীদের ৩১ আগস্টের মধ্যে একটি সরকারি পোর্টাল - মানব সম্পদ - -তে তাদের স্থাবর এবং অস্থাবর সম্পদ ঘোষণা করতে বলা হয়েছে অন্যথায় তাদের এই মাসের বেতন দেওয়া হবে না। 


তবে এই নির্দেশ আজকের নয় গত বছরের আগস্টে জারি করা হয়েছিল। এর পরে সময়সীমা একাধিকবার বাড়ানো হয়েছিল। এবার সেই সময়সীমা ৩১ আগস্ট করা হয়েছে। বর্তমানে উত্তরপ্রদেশে ১৭ লক্ষ ৮৮ হাজার ৪২৯ জন সরকারি কর্মচারী রয়েছেন। এর মধ্যে মাত্র ২৬ শতাংশ কর্মচারী তাদের সম্পত্তির বিবরণ দিয়েছেন। এর অর্থ ১৩ লক্ষের বেশি কর্মচারী এখনও তাদের সম্পদের বিবরণ প্রকাশ করতে পারেনি। 


আরও পড়ুন, দুধ-ঘি-এর বোতলে 'ভুয়ো' তথ্য দিচ্ছে সংস্থারা? বিজ্ঞাপন নিয়ে কড়া বার্তা স্বাস্থ্য মন্ত্রকের


অতীতে অনেকবার সময়সীমা বাড়ানো হলেও যারা বিশদ জমা দিতে ব্যর্থ হয়েছেন তাদের জন্য সর্বশেষ নির্দেশিকাটি একটি 'আল্টিমেটাম' হিসেবে কাজ করবে বলে জানান হয়েছে উত্তরপ্রদেশ সরকারের তরফে। উত্তরপ্রদেশের মুখ্য সচিব মনোজ কুমার সিং স্পষ্টভাবে বলেছেন যে যারা ৩১ আগস্টের মধ্যে সম্পত্তির বিবরণ দেবেন শুধুমাত্র তাদেরই আগস্ট মাসের জন্য বেতন দেওয়া হবে, অন্য সকলের বেতন বন্ধ করা হবে। 


যদিও যোগী সরকারের এই সিদ্ধান্ত নিয়ে বিরোধীরা সমালোচনা করেছে।  রাজ্য সরকার তার আদেশ বাস্তবায়নে ব্যর্থ হয়েছে তাই সময়সীমা বাড়িয়ে চলেছে, এমনই বলা হয়েছিল।                                        


যদি বিজেপির এক মন্ত্রীর কথায়,  মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে দুর্নীতির প্রতি আমাদের জিরো-টলারেন্স নীতি রয়েছে। তাই এই সিদ্ধান্ত।        



আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে