নয়াদিল্লি: যোগীরাজ্যে পশু পাচারকারীদের হাতে নৃশংসভাবে খুন NEET পরীক্ষার্থী ! উত্তরপ্রদেশে NEET পরীক্ষার্থীকে মুখে গুলি করে খুনের অভিযোগ প্রকাশ্যে এসেছে। গোরক্ষপুরে ১ ঘণ্টা ধরে তাড়া করে মুখে গুলি করে ছাত্রকে খুন করা হয় বলে অভিযোগ। পশু পাচারকারীদের গুলিতে নিহত ওই NEET পরীক্ষার্থীর নাম দীপক গুপ্ত। নৃশংস এই ঘটনায় বিহারের গোপালগঞ্জ থেকে আরও এক অভিযুক্ত গ্রেফতার করা হয়েছে। 

আরও পড়ুন, পাঁশকুড়ায় হাসপাতালেই 'ধর্ষণ', চলতি সপ্তাহেই যাচ্ছে জাতীয় মহিলা কমিশন

ঘড়ির কাটায় তখন রাত সাড়ে বারোটা। গরু-মোষ চুরি করার সময় গ্রামবাসীদের প্রতিরোধ বাধে। এদিকে পশু পাচারকারীদের তাড়া করতেই আচমকাই, ছাত্রকে গাড়িতে তুলে খুন করা হয় বলে অভিযোগ উঠেছে। এদিকে এরপরেই হাতেনাতে এক পশু পাচারকারীকে ধরে ফেলা হয়।  গণপিটুনি দেয় গ্রামবাসীরাই বলে খবর।