নয়াদিল্লি: উত্তরাখণ্ডের উত্তরকাশীতে মেঘভাঙা বৃষ্টি, নিখোঁজ ৯ শ্রমিক। বিপর্যয় মোকাবিলা কন্ট্রোল রুম সূত্রে খবর, উত্তরকাশী জেলায় যমুনোত্রী মন্দির যাওয়ার পথে, বারকোট এলাকায় আচমকাই ভারী বৃষ্টিপাত শুরু হয়। পর আর খোঁজ মেলেনি ৯ জন শ্রমিকের।
আরও পড়ুন, ভোররাতে ভূমিকম্প পাকিস্তানে ! রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৫.২
মেঘভাঙা বৃষ্টির পর তাঁরা ভেসে গিয়েছেন বলেই আশঙ্কা করা হচ্ছে
বারকোট পুলিশ স্টেশনের SHO দীপক কথাইত, মধ্যরাতে যমুনোত্রী হাইওয়ের পথে ওই মেঘভাঙা বৃষ্টির খবর দেন। একটি দল গিয়ে দেখতে পায়, রাস্তা তৈরির জন্য শ্রমিকরা তাবু খাটিয়ে সেখানে রয়েছেন। তবে মেঘভাঙা বৃষ্টির পর তাঁরা ভেসে গিয়েছেন বলেই আশঙ্কা করা হচ্ছে। তিনি আরও জানিয়েছেন, নিখোঁজ হয়ে যাওয়া ওই শ্রমিকরা মূলত নেপালী। এদিকে মেঘভাঙা বৃষ্টির পর ইতিমধ্যেই হাইওয়ের একাধিক জায়গা বন্ধ করে দেওয়া হয়েছে। পাশাপাশি আরও খবর, মেঘভাঙা বৃষ্টির জেরে কুথনৌর গ্রামে চাষের জমিতেও বড় ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। Ojri এর কাছে রাস্তা পুরোপুরি ক্ষতিগ্রস্থ হয়েছে বলে জানা গিয়েছে।
খারাপ আবহাওয়ার কারণে বাতিল করা হয়েছে চারধাম যাত্রাও
মূলত গত কয়েকদিন ধরেই উত্তরাখণ্ডে হয়ে চলেছে একটানা বৃষ্টি। আগেই অতিভারী বৃষ্টিপাতের জন্য সতর্কতা জারি করেছিল আইএমডি। আর সেই পূর্বাভাসই মিলে গেল। প্রবল বর্ষণে বিপর্যস্ত উত্তরকাশী। বলার অপেক্ষা রাখে না, যোগাযোগ ব্যবস্থার উপরে প্রভাব ফেলেছে। ভূমিধসের কারণে একাধিক জায়গায় বন্ধ হয়ে গিয়েছে রাস্তা। সমস্যায় পড়েছে তীর্থযাত্রীরা। খারাপ আবহাওয়ার কারণে বাতিল করা হয়েছে চারধাম যাত্রাও।
কী বলছে আইএমডি ?
দেশের পাশাপাশি এ রাজ্যেও প্রবল বর্ষণের সতর্কতা রয়েছে। উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের নিম্নচাপ ওড়িশা এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গে অবস্থান করছে। একটি অক্ষরেখা রয়েছে আরব সাগর থেকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের নিম্নচাপ পর্যন্ত বিস্তৃত। এটি গুজরাট মধ্যপ্রদেশ ছত্তিশগড়ের ওপর দিয়ে গেছে।মধ্যপ্রদেশ ও রাজস্থানে রয়েছে দুটি ঘূর্ণাবর্ত। শনিবার ও রবিবার দার্জিলিং কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি ওপরের পাঁচ জেলাতেই বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সতর্কতা। ১০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। বাকি সব জেলাতেই বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি।সোমবার দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ার জেলাতে ভারী বৃষ্টির সতর্কতা। বাকি সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ দু-এক পশলা বৃষ্টির পূর্বাভাস। মঙ্গলবার ও বুধবার বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের সব জেলার বেশির ভাগ এলাকায়। ক্রমশ বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা কমবে।