দেহরাদূণ: উত্তরাখণ্ডে জঙ্গলে বিধ্বংসী আকার ধারণ করল আগুন। শুক্রবার রাত থেকে শনিবার সকাল পর্যন্ত বিস্তীর্ণ এলাকায় আগুন ছড়িয়ে পড়েছে। আগুন পৌঁছে গিয়েছে নৈনিতালের হাইকোর্ট কলোনি পর্যন্ত (Uttarakhand Forest Fire)। আগুনের লেলিহান শিখা এবং কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে চারিদিক। গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩১টি জায়গায় দাবানলের ঘটনা সামনে এসেছে। এখনও পর্যন্ত নষ্ট হয়ে গিয়েছে ৩৩.৩৪ হেক্টর জমি। (Nanital Forest Fire)


আগুন নিয়ন্ত্রণে আনতে সেনাবাহিনীর সাহায্য নেওয়া হচ্ছে। হেলিকপ্টার ইতিমধ্যেই পৌঁছেছে ঘটনাস্থলে। হেলিকপ্টারের সাহায্যে উপর থেকে জল ঢেলে আগুন নেভানোর চেষ্টা চলছে। দমকল বাহিনীও আগুন নেভানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে পাশাপাশি। কিন্তু এখনও পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসার কোনও লক্ষণ নেই। আগনু নেভাতে বায়ুসেনার সাহায্যও নেওয়া হচ্ছে। তবে হাই কোর্ট কলোনির কাছেই রয়েছে পাইনের জঙ্গল। ইতিমধ্যেই ওই রাস্তায় যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। পাইনের জঙ্গল পর্যন্ত যাতে আগুন পৌঁছতে না পারে, আপাতত সেদিকেই জোর দিচ্ছে রাজ্য প্রশাসন।



উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিংহ ধামি জানিয়েছেন, নৈনিতাল পর্যন্ত আগুন ছড়িয়ে যাওয়াটা অত্যন্ত বড় চ্যালেঞ্জ তাঁদের কাছে। দাউ দাউ করে আগুন জ্বলছে। সেনার সাহায্য চাওয়া হয়েছে। হলদওয়ানিতে এ নিয়ে বৈঠকও রয়েছে আজ। যত দ্রুত সম্ভব আগুন নিয়ন্ত্রণে আনা যায়, ততই মঙ্গল। তবে নৈনিতালে সেনার একটি শিবিরও ছুঁতে চলেছে আগুন। তাই আগুনের এই সর্বগ্রাসী রূপ নিয়ে আতঙ্ক ছড়িয়েছে এলাকায়।


আরও পড়ুন: Fact Check: 'বিজেপিকে হারাতে প্রয়োজনে গুন্ডা প্রার্থীকেও ভোট দিন !' কবে কী আবেদন আপ নেত্রী অতিশীর ?



রাজ্য প্রশাসনের তরফে আপাতত নৈনিতাল হ্রদে বোটিং বন্ধ করে দেওয়া হয়েছে। কী থেকে আগুন লাগল, তা সঠিক ভাবে জানা না গেলেও, রুদ্রপ্রয়াগ থেকে শুক্রবার তিন জনকে গ্রেফতার করা হয়। তাঁরা জঙ্গলে আগুন জ্বালানোর চেষ্টা করছিলেন বলে অভিযোগ। তবে এই প্রথম নয়, গত বছর ১ নভেম্বর থেকে এখনও পর্যন্ত উত্তরাখণ্ডে ৫৭৫টি এই ধরনের অগ্নিকাণ্ড ঘটেছে, তাতে ৬৮৯.৮৯ হেক্টর জমি নষ্ট হয়েছে বলে জানিয়েছে সংবাদ সংস্থা পিটিআই।