নয়াদিল্লি: ২০০ টাকায় প্রতি ডোজ মিলতে পারে কোভিশিল্ড ভ্যাকসিন। এমনটাই ইঙ্গিত দিয়েছে পুনের সিরাম ইনস্টিটিউটকে। অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার এই ভ্যাকসিন ভারতে বানাচ্ছে পুনের এই সংস্থা। কেন্দ্রীয় সরকার সোমবার এক কোটি এক লক্ষ ভ্যাকসিনের বরাত দিয়েছে সিরাম। এরপরই তারা জানায় ভ্যাকসিন মিলতে পারে ২০০ টাকা প্রতি ডোজ।
প্রধানমন্ত্রীর দফতর জানিয়েছে, লহরি, মকর সংক্রান্তি, পোঙ্গাল, মাঘ বিহু উৎসবের পর ১৬ জানুয়ারি থেকে টিকাকরণ শুরু হচ্ছে। টিকাকরণ নিয়ে পর্যালোচনা করেছেন প্রধানমন্ত্রী। প্রাথমিকভাবে এই টিকা দেওয়া স্বাস্থ্যকর্মীদের। এরপর দেওয়া হবে যাদের বয়স ৫০-এর বেশি। এরপর প্রাধান্য পাবে ৫০ বছর কম বয়সি, যাদের কো-মর্বিডিটি আছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন জানান, প্রথম সারির যোদ্ধাদের জন্য বিনমূল্যে টিকাকরণ করা হবে। তবে ৫০ উর্ধ্ব এবং কো-মর্বিডিটি যাদের আছে তাদের ক্ষেত্রে বিনামূল্যে টিকাকরণ করা হবে কি না তা এখনও স্পষ্ট নয়। এই সংখ্যাটা প্রায় ২৭ কোটি বলে জানা গিয়েছে।
দিনকয়েক আগেই শেষ হয়েছে ভ্যাকসিনের ড্রাই রান। গতকাল দেশের রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল মিলিয়ে ৬১৫ জেলা এবং ৪ হাজার ৮৯৫টি কেন্দ্রে এই তৃতীয় পর্যায়ের ড্রাই রান হয়েছে। আজ, সোমবার বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে বসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি জানিয়েছেন প্রথমে স্বাস্থ্যকর্মী, সাফাইকর্মী, পুলিশকর্মীদের ভ্যাকসিন দেওয়া হবে। প্রথম দফায় ৩ কোটি ডোজের খরচ কেন্দ্রের। এক্ষেত্রে রাজ্যগুলিকে খরচ বহন করতে হবে। তিনি জানিয়েছেন, করোনার বিরুদ্ধে লড়াইয়ে ভ্যাকসিনের পথে ভারত। যে ২টি ভ্যাকসিনে অনুমতি, দু’টিই মেড ইন ইন্ডিয়া। আরও ভ্যাকসিন এলে ভবিষ্যতে আরও পরিকল্পনা করা যাবে। দেশবাসীকে ভ্যাকসিন দেওয়ার ক্ষেত্রে যাবতীয় সতর্কতা অবলম্বন করা হবে বলেও আশ্বস্ত করেছেন তিনি। তাঁর বক্তব্য, ভারতীয় ২টি ভ্যাকসিন বিশ্বের অন্য টিকার চেয়ে সস্তা।
শনিবার থেকে দেশজুড়ে টিকাকরণ, সিরামকে ১ কোটি ১ লক্ষ ভ্যাকসিনের বরাত, প্রতি ডোজ ২০০ টাকা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
11 Jan 2021 08:10 PM (IST)
প্রধানমন্ত্রীর দফতর জানিয়েছে, লহরি, মকর সংক্রান্তি, পোঙ্গাল, মাঘ বিহু উৎসবের পর ১৬ জানুয়ারি থেকে টিকাকরণ শুরু হচ্ছে। টিকাকরণ নিয়ে পর্যালোচনা করেছেন প্রধানমন্ত্রী।
NEXT
PREV
খবর (news) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -