নয়াদিল্লি :  ভোপাল (Bhopal) থেকে দিল্লিগামী বন্দে ভারতে (Vande Bharat Express) আগুন । সব যাত্রীই সুরক্ষিত, হতাহতের কোনও খবর নেই। একটি কামরার ব্যাটারি বক্সে আগুন লাগে বলে রেল সূত্রে খবর। 



মধ্যপ্রদেশের কমলাপতি স্টেশন থেকে ছেড়ে নিজামুদ্দিনের দিকে যাওয়ার সময় আগুন নজরে পড়ে। ট্রেনের সি১২ কোচের নিচে লাগে আগুন। সঙ্গে সঙ্গে, যাত্রী এবং রেলকর্মীরা ট্রেন থেকে নেমে পড়েন। জানা গিয়েছে, ওই কামরায় ২০ থেকে ২২ জন যাত্রী ছিলেন। কারণ ক্ষয়ক্ষতি হয়নি বলেই রেলসূত্রে খবর।          






 


কুরওয়াই কেথোরা স্টেশনে ট্রেনটিকে দাঁড় করিয়ে দ্রুত আগুন নিভিয়ে ফেলে দমকল। যথোপযুক্ত পরীক্ষা-নিরীক্ষার পর গন্তব্যের দিকে রওনা দেয় ট্রেন। 






রেল সূত্রে খবর, ভোরের দিকে ট্রেনে আগুন লাগে। সকাল ৭টা ৫৮ মিনিট নাগাদ পরিস্থিতি নিয়ন্ত্রণে চলে আসে।কী কারণে আগুন লাগল, তা জানতে ট্রেনটির পরীক্ষা চলছে বলে জানা গিয়েছে।         


অনতিদূরেই মধ্যপ্রদেশে (Madhya Pradesh) বিধানসভা নির্বাচন। ভোটমুখী রাজ্যে এই রুটে বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন করেছিলেন নরেন্দ্র মোদি। সেই পরিষেবা চালুর কয়েকদিনের মধ্যেই এই দুর্ঘটনা। প্রসঙ্গত উল্লেখ্য ,  পশ্চিমবঙ্গে বন্দে ভারত এক্সপ্রেস উদ্বোধনের পরও একাধিক অপ্রীতিকর ঘটনা ঘটে। ট্রেনে পাথর ছোড়ার মতো ঘটনা ঘটে পরপর । 

গত মে মাসে,  ওডিশার জজপুরের একবার দুর্ঘটনার কবলে পড়েছিল বন্দে ভারত এক্সপ্রেস। হাওড়া যাচ্ছিল ট্রেনটি।  বন্দে ভারত এক্সপ্রেসের সঙ্গে গাছের ডালের ধাক্কা লাগে। তাতে পাইলট কেবিনের কাচ ভেঙে যায়। তারপর বহুক্ষণ বৈতরণী নদীর উপর রেল ব্রিজে দাঁড়িয়ে ছিল ট্রেনটি।          


আরও পড়ুন :  


বিজেপি প্রার্থীর আত্মীয়কে ধারাল অস্ত্রের কোপ অশোকনগরে, সন্দেহ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের দিকে


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial