নয়াদিল্লি: ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ইনিংসে প্রথম টেস্ট (IND vs WI 1st Test) জিতেছে ভারতীয় দল (Indian Cricket Team)। দুই ম্যাচের সিরিজে টিম ইন্ডিয়া ২০ তারিখ থেকে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে নামবে। তাঁর আগে বিরাট কোহলির (Virat Kohli) প্রশংসায় পঞ্চমুখ ভারতীয় দলের ব্যাটিং কোচ বিক্রম রাঠৌর (Vikram Rathour)। 


ডমিনিকার স্পিন সহায়ক পিচে ৭৬ রানের বেশ সুন্দর একটি ইনিংস খেলেন বিরাট কোহলি। অতীতে বিরাট কোহলিকে অফ স্পিনারদের সামনে বেশ সমস্যায় পড়তে হয়েছিল। কিন্তু ডমিনিকায় ঘূর্ণি পিচে বাউন্সার তারতম্য দেখা গেলেও কোহলির রক্ষণ হোক বা আক্রমণ, দুইই নজর কাড়ে। পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়াটাই বিরাট কোহলির সেরা গুণ বলে দাবি করেন রাঠৌর। পাশাপাশি তাঁর ইনিংস তরুণদের জন্য উদাহরণ বলেও মত ভারতীয় ব্যাটিং কোচের।


রাঠৌর বলেন, 'ব্যাটিং কোচ হিসাবে আমার ধারণা ক্রিকেটে মানিয়ে নেওয়াটাই সবথেকে গুরুত্বপূর্ণ। ও সাধারণত আগ্রাসী ভঙ্গিমায় ব্যাটিং করে। তবে ভাল খেলোয়াড় তারাই যারা পরিস্থিতির সঙ্গে নিজেদের মানিয়ে নিতে পারে এবং দলের প্রয়োজন অনুযায়ী খেলে। এটাই ওর সবথেকে বড় গুণ। ভিন্ন ফর্ম্যাটে ভিন্নভাবে খেলতে পারে ও। পরিবেশ অনুযায়ী ও নিজের খেলার ধরন বদলে ফেলতে পারে। স্পিনসহায়ক পিচে ও সেটা করে দেখিয়েছে। বাঁ হাতি স্পিনারের বিরুদ্ধে ও যেভাবে ডিফেন্ড করে, তা যে কোনও তরুণ ক্রিকেটারের জন্য শেখার বিষয়।'


বিগত বছর খানেকে কোহলি সব ফর্ম্যাটেই শতরান হাঁকালেও তার আগে হাজারেরও বেশি দিন ধরে কোহলির শতরান না করে নিয়ে কম জল্পনা-কল্পনা হয়নি। রাঠৌরের মতে কোহলি দীর্ঘদিন যে ধরনের ফর্ম উপভোগ করেছেন, তাতে কোনও না কোনও সময় তাঁর ফর্ম কিছুদিনের জন্য খারাপ যাওয়ারই ছিল। পাশাপাশি তাঁর বিশ্বাস কোহলি শীঘ্রই আবার একটি শতরান হাঁকাবেন।


'বিরাট প্রায় সাত, আট বছর ধরে ধারাবাহিকভাবে রান করেছেন। ক্রিকেটীয় যুক্তি দিয়ে বিচার করলে, ওর এরপর একটা খারাপ সময় আসতই। ও খারাপ ফর্মটা বেশ কয়েকদিন স্থায়ী হয়। যে পাঁচ বছর ও শতরান পায়নি, তার মধ্যে তিন বছরই করোনার দাপট ছিল। না না নিয়ম নীতি মেনে ওই সময় ম্যাচ আয়োজিত হচ্ছিল। বর্তমানে ওর ব্যাটিং নিয়ে তেমন কিছু বলার নেই। যেভাবে ও খেলছে, তাতে মনে হচ্ছে খুব তাড়াতাড়ি শতরান হাঁকাবে ও।' বলেন রাঠৌর।


আরও পড়ুন: বর্ষায় ইনফেকশন থেকে কীভাবে বাঁচাবেন শখের নখ? রইল সহজ টিপস