বারাণসী: দেশজুড়ে বাড়ছে নারী নির্যাতনের ঘটনা। একের পর এক ঘৃণ্য অপরাধ ঘটে চলেছে মহিলাদের সঙ্গে। উন্নাও থেকে হায়দরাবাদ, কামদুনি থেকে কোয়েমবত্তুর, একের পর এক মহিলাদের উপর যৌন নির্যাতনের ঘটনা ঘটছে। নিস্তার মিলছে না ছোট্ট শিশুরও। এমন পরিস্থিতিতে কীভাবে মেয়েরা নিজেদের নিরাপদ রাখবে, উঠছে প্রশ্ন! আত্মরক্ষার নানা দাওয়াই দিচ্ছেন অনেকেই। ব্যাগে ছুরি বা পিপার-স্প্রের মতো হাতিয়ার রাখার কথা বলছেন অনেকেই।
নারীসুরক্ষার কথা ভেবে এবার নতুন এক হাতিয়ার তৈরি করলেন বারাণসীর এক যুবক। শ্যাম চৌরাসিয়া নামের এক বিজ্ঞানী তৈরি করেছেন 'লিপস্টিক গান'। এই লিপস্টিক গানের ট্রিগার টিপলে বন্দুকের গুলির মতো একটা শব্দ হবে। সেই সঙ্গে বার্তা পৌঁছবে পুলিশের এমার্জেন্সি নম্বরেও। শুধু লিপস্টিক নয়, এমন ক্ষমতাসম্পন্ন পার্স, জুতোও তৈরি করছেন তিনি।
এই 'লিপস্টিক গান'-এর সঙ্গে থাকে ব্লু-টুথও। চার্জ ফুরিয়ে গেলে চার্জ দেওয়া যেতে পারে। প্রতি বন্দুকের দাম পড়তে পারে ৬০০ টাকার মতো।
আত্মরক্ষার জন্য 'লিপস্টিক গান', বারাণসীর বিজ্ঞানীর নয়া উদ্ভাবন
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
23 Jan 2020 06:00 PM (IST)
নারীসুরক্ষার কথা ভেবে এবার নতুন এক হাতিয়ার তৈরি করলেন বারাণসীর এক যুবক। শ্যাম চৌরাসিয়া নামের এক বিজ্ঞানী তৈরি করেছেন 'লিপস্টিক গান'। এই লিপস্টিক গানের ট্রিগার টিপলে বন্দুকের গুলির মতো একটা শব্দ হবে। সেই সঙ্গে বার্তা পৌঁছবে পুলিশের এমার্জেন্সি নম্বরে।
NEXT
PREV
খবর (news) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -