মুম্বই : ফের একবার করোনা আক্রান্ত (Corona Positive) অমিতাভ বচ্চন। প্রবাদপ্রতীম অভিনেতা নিজেই সোশাল মিডিয়ায় যে খবর জানিয়েছেন। গভীর রাতে টুইটে অমিতাভ বচ্চন (Amitabh Bachchan) জানিয়েছেন, কিছুটা আগে করোনা পজিটিভ হওয়ার রিপোর্ট হাতে পেলাম। এর মাঝে আমার সংস্পর্শে যাঁরা এসেছেন, তারাও দ্রুত করোনা পরীক্ষা করিয়ে নিন। 


বিগ বি যে খবর অনুরাগীদের সঙ্গে ভাগ করে নেওয়ার পরই ৭৯ বছরের মেগাস্টারের দ্রুত সুস্থতা কামনা করে আরোগ্য কামনার ঢল নেমেছে সোশাল মিডিয়ায়। প্রসঙ্গত, এই মুহূর্তে কৌন বনেগা ক্রোড়পতি শো-র শুটিং করছিলেন অমিতাভ, তাই সম্ভবত তাঁর আশঙ্কা, অনেক প্রতিযোগীই তাঁর সংস্পর্শে এসে থাকতে পারেন। 


করোনার আগের ঢেউয়েও মারণ ভাইরাসে সংক্রমিত হয়েছিলেন অমিতাভ বচ্চন। শুধু তিনিই নন ছেলে অভিষেক বচ্চন সহ পরিবারের একাধিক সদস্যকেও কাবু করে দিয়েছিল কোভিড।






করোনার ওঠা-নামা চলছে দেশে


দেশে করোনা গ্রাফের ওঠানামা চলছেই। মঙ্গলবার দেশে দৈনিক আক্রান্তের সংখ্যা নেমেছে আজও ১০ হাজারের নিচে। আরও কমেছে অ্যাক্টিভ কেসের সংখ্যা। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ৮ হাজার ৫৮৬ জন। গতকাল দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ৯ হাজার ৫৩১।  


গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ৪৮ জনের।  গতকাল দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ২৬।  এখনও পর্যন্ত দেশে করোনায় মৃত্যু হয়েছে ৫ লক্ষ ২৭ হাজার ৪১৬ জনের।  মোট আক্রান্তের সংখ্যা ৪ কোটি ৪৩ লক্ষ ৫৭ হাজার ৫৪৬।   


এদিকে, গতকালের তুলনায় রাজ্যে বেড়েছে করোনার গ্রাফ। গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনা সংক্রমিত হয়েছেন ২৭২ জন। এ নিয়ে রাজ্য়ে করোনা সংক্রমিতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২১,০৫,২২২ জন। গতকাল রাজ্যে করোনা আক্রান্ত হয়েছিলেন ১৯৫ জন। এই সময় পর্বে রাজ্যে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১ জনের। গতকাল রাজ্যে করোনা আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছিলেন ৪ জন।


আরও পড়ুন- কৃষক নেতাদের কুকুরের সঙ্গে তুলনা, ফের বিতর্কে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় মিশ্র