নয়াদিল্লি : কৃষক নেতাদের কুকুরের সঙ্গে তুলনা করে বিতর্কে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় মিশ্র টেনির। তিনি বলেন ‘চলন্ত গাড়ি দেখলে কুকুর তেড়ে আসে, আপনারা পাশে থাকলে রাকেশ টিকায়েতরা কিছুই নয়'। লখিমপুর খেরিতে কৃষকদের মিছিলে গাড়ি চালিয়ে কয়েকজনকে প্রাণে মেরে ফেলার গুরুরুতর অভিযোগ উঠেছিল অজয় মিশ্র টেনির ছেলে আশিস মিশ্রের বিরুদ্ধে।
কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর বিতর্কিত মন্তব্যের পরই আক্রমণে বিরোধীরা। ‘কৃষকদের কুকুর বলার স্পর্ধা দেখাচ্ছেন কেন্দ্রীয় মন্ত্রী, এটাই কি অমৃত কাল? কেন্দ্রীয় সরকারের পাহাড়প্রমাণ ব্যর্থতার দরুণ প্রতিবাদে বাধ্য হয়েছেন কৃষকরা। কেন্দ্রীয় মন্ত্রীকে এই মন্তব্যের দায় নিতে বাধ্য করুন প্রধানমন্ত্রী। অজয় মিশ্রর বিতর্কিত মন্তব্য ট্যুইট করে দাবি তৃণমূল কংগ্রেসের।
কিছুমাস আগেই তিন কৃষি আইন নিয়ে উত্তাল হয়েছিল দেশ। রাজধানীর একাধিক সীমানায় টানা অবস্থান-বিক্ষোভ চালিয়ে গিয়েছিলেন কৃষকরা। যার জেরে শেষ পর্যন্ত কৃষকদের চাপের কাছে একরকম বাধ্য হয়েই বিতর্কিত তিন কৃষি আইন প্রত্যাহার করে নিয়েছিল নরেন্দ্র মোদি সরকার। আর সেই পর্বে সবথেকে বেশি চর্চিত হয়ে উঠেছিল লখিমপুর খেরি কাণ্ড।
গত বছরের ৩ অক্টোবর চার কৃষক, বিজেপি কর্মী ও এক সাংবাদিক সহ আটজন উত্তরপ্রদেশের লখিমপুর খেরির হিংসার ঘটনায় নিহত হয়েছিলেন। প্রতিবাদকারী কৃষকদের পিষে দেওয়া হয় বলে অভিযোগ। একটি ভাইরাল ভিডিওয় দেখা যায়, স্থানীয় বিজেপি নেতা সুমিত জয়সওয়াল কনভয়ের একটি SUV গাড়ি থেকে পালাচ্ছেন। এর আগে তিনি অজ্ঞাতপরিচয় কৃষকদের বিরুদ্ধে খুনের অভিযোগে এফআইআর দায়ের করেছিলেন। সুমিতের দাবি ছিল, তাঁর গাড়ির চালক, বন্ধু ও দুই বিজেপি নেতাকে পিটিয়ে খুন করা হয়েছে। তাঁদের গাড়ি লক্ষ্য করে পাথর ছোড়া হচ্ছিল, তাই তাঁদের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। দুর্ঘটনাক্রমে কৃষকদের আঘাত করে। ভাইরাল ভিডিওয় দেখা যায়, সুমিত জয়সওয়াল SUV গাড়ি থেকে পালাচ্ছেন। সেই ঘটনায় মূল অভিযুক্ত হিসেবে উঠে এসেছিল কেন্দ্রীয় মন্ত্রী অজয় মিশ্র টেনির ছেলে আশিস মিশ্রের নাম। কেন্দ্রীয় মন্ত্রীর ইস্তফা চেয়ে সরবও হয়েছিলেন বিরোধীরা। যদিও শেষপর্যন্ত তেমন কিছুই হয়নি। এবার কৃষক নেতাদের নিয়ে ফের বিতর্কিত মন্তব্য করে শিরোনামে তিনি।