কলকাতা: আইটিইউতে সৌমিত্র চট্টোপাধ্যায়। করোনা আক্রান্ত হয়ে বেলভিউতে ভর্তি রয়েছেন বর্ষীয়ান অভিনেতা। এদিন হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, শারীরিক অবস্থার অবনতি হওয়ায় আইটিইউতে ভর্তি করা হয়েছে। অক্সিজেন সাপোর্টে দেওয়া হয়েছে অভিনেতাকে।


হাসপাতাল সূত্রে খবর, ‘ওঠানামা করছে রক্তচাপ, কমে গিয়েছে অক্সিজেনের মাত্রা’। আপাতত ২৪ ঘণ্টা পর্যবেক্ষণে রাখার সিদ্ধান্ত। শনিবার অভিনেতার একাধিক রক্ত পরীক্ষা হবে। ফুসফুসে সংক্রমণের মাত্রা বুঝতে করা হবে চেস্ট এক্সরে।


পরিবার সূত্রে খবর,  গত সপ্তাহের শেষের দিকে জ্বরে ভুগছিলেন সৌমিত্র। সোমবার সৌমিত্রবাবুর করোনা টেস্ট রিপোর্ট পজিটিভ আসে। মঙ্গলবার তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়।


হাসপাতালের  ক্রিটিক্যাল কেয়ার বিশেষজ্ঞ অরিন্দম করের নেতৃত্বে গঠিত হয় তিন সদস্যের মেডিক্যাল বোর্ড।  ফোন করে সৌমিত্র চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থা সম্পর্কে খোঁজ নেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।


সম্প্রতি পরমব্রত চট্টোপাধ্যায় পরিচালিত নিজের বায়োপিক ‘অভিযান’-এর শ্যুটিং শেষ করেন সৌমিত্র চট্টোপাধ্যায়। বর্তমানে ওয়েবসিরিজ ‘গঙ্গা’-র পোস্ট প্রোডাকশনের কাজও করছিলেন।


গত বছর ক্রনিক্যাল নিউমোনিয়া ভুগিয়েছিল সৌমিত্র চট্টোপাধ্যায়কে। বেশ কয়েকদিন তাঁকে হাসপাতালে ভর্তি থাকতে হয়। পাশাপাশি তাঁর সিওপিডি-র সমস্যাও রয়েছে। এই পরিস্থিতিতে করোনা সংক্রমিত হওয়ায় ৮৫ বছরের অভিনেতাকে নিয়ে আর ঝুঁকি নিতে চায়নি পরিবার।