বেঙ্গালুরু : বেঙ্গালুরুতে (Bengaluru) জাঁকজমকপূর্ণ অনুষ্টানে কর্ণাটকের মুখ্যমন্ত্রী পদে শপথ গ্রহণ বর্ষীয়ান কংগ্রেস নেতা সিদ্দারামাইয়ার (Karnataka CM Siddaramaiah Swearing In Ceremony)। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রায় ১৫ হাজার সমর্থক। দায়িত্ব নেওয়ার পর পরই নতুন মুখ্যমন্ত্রী জানিয়ে দিলেন, কয়েক ঘণ্টার মধ্যে পাঁচ প্রতিশ্রুতি পূরণ করবেন। এদিকে উপ মুখ্যমন্ত্রী পদে শপথ নেন ডিকে শিবকুমার। শপথ নেন আরও আট জন। যদিও তাঁদের এখনই কোনও মন্ত্রক দেওয়া হয়নি।
রাজ্যপাল থাওয়ারচাঁদ গেহলৌত সিদ্দারামাইকে শপথ গ্রহণ করান। বেঙ্গালুরুর কান্তিরাভা স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় এই শপথ-গ্রহণ অনুষ্ঠান। এটা সেই স্টেডিয়াম যেখানে ২০১৩ সালেও শপথ গ্রহণ নিয়েছিলেন সিদ্দারামাইয়া। সেবারই প্রথম কর্ণাটকের মুখ্যমন্ত্রী হন তিনি।
কারা উপস্থিত ছিলেন অনুষ্ঠানে ?
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব- দলের সভাপতি মল্লিকার্জুন খাড়গে, রাহুল গান্ধী, প্রিয়ঙ্কা গান্ধী। কংগ্রেস শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীরা শপথ-গ্রহণ অনুষ্ঠানে যোগ দেন। অর্থাৎ, হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু, রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলৌত ও ছত্তীশগঢ়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল যোগ দেন অনুষ্ঠানে।
অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য বিরোধী শিবিরের বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকে আমন্ত্রণ জানানো হয়েছিল কংগ্রেসের তরফে। তাঁদের মধ্যে উপস্থিত ছিলেন- তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্টালিন, বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার এবং উপ মুখ্যমন্ত্রী তেজস্বী যাদব, জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি, ফারুক আবদুল্লাহ, শরদ পাওয়ার, কমল হাসান-রা।
অনুষ্ঠান শুরুর আগে মঞ্চ রাহুল-শিবকুমার ও সিদ্দারামাইয়াকে একে অপর হাত ধরতে দেখা যায়। ঐক্যের বার্তা দেন তাঁরা। অনুষ্ঠান-পর্বের মধ্যেই রাহুল বলেন, "কংগ্রেসের জয়ের পর একাধিক বিষয় লেখা হয়েছে। কীভাবে কংগ্রেস জিতল তা নিয়ে কম জল্পনা হয়নি। বিভিন্ন রকমের বিশ্লেষণ হয়েছে। কিন্তু, আমি বলতে চাই, কংগ্রেস জিতেছে কারণ, আমরা গরিব, দলিত, আদিবাসী ও পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়িয়েছি। আমাদের সঙ্গে ছিল সত্যি, গরিব মানুষেরা। কিন্তু, বিজেপির কাছে ছিল পুলিশ এবং অন্য সব কিছু। কিন্তু, কর্ণাটকের মানুষ তাদের ক্ষমতাকে পরাস্ত করেছে।"
শপথ-গ্রহণ উপলক্ষ্যে সিদ্দারামাইয়ার সমর্থকরা আজ সকাল থেকে তাঁর বাড়ির সামনে জমায়েত করেন। প্রসঙ্গত, দ্বিতীয়বারের জন্য কর্ণাটকের মুখ্যমন্ত্রী হলেন সিদ্দারামাইয়া। এর আগে ২০১৩ থেকে ২০১৮ সাল পর্যন্ত পূর্ণ মেয়াদে মুখ্যমন্ত্রী ছিলেন বর্ষীয়ান কংগ্রেস নেতা। ৬১ বছরের অপর এক নেতা ডিকে শিবকুমার এর আগে সিদ্দারামাইয়ার নেতৃত্বে মন্ত্রী হিসাবে কাজ করেছেন।