নয়াদিল্লি: সব ঠিক থাকলে পরবর্তী চিফ অফ আর্মি স্টাফ (Chief of the Army Staff) হতে চলেছেন ভাইস চিফ লেফটেন্যান্ট জেনারেল মনোজ পান্ডে (Vice Chief Lieutenant General Manoj Pande)। বর্তমান সেনাপ্রধান এমএম নরবনে (M.M. Naravane) পরবর্তী চিফ অফ ডিফেন্স স্টাফ ( Chief of Defence Staff) পদের জন্য প্রথম সারিতে রয়েছেন বলে সূত্রের খবর।


কী কারণ:
চলতি মাসের শেষেই অবসর নিতে চলেছেন এমএম নরবনে। সংবাদ সংস্থা সূত্রে খবর, নরবনের পরেই সবচেয়ে বরিষ্ঠ হওয়ায় সেনাপ্রধান হতে চলেছেন লেফটেন্যান্ট জেনারেল মনোজ পান্ডে। 


আগে কী হয়েছিল:
গত বছর ডিসেম্বরে কোয়েম্বত্তুরের কাছে (Coimbatore) একটি মর্মান্তিক কপ্টার দুর্ঘটনায় প্রাণ হারিয়েছিলেন তৎকালীন সিডিস (Chief of Defence Staff) জেনারেল বিপিন রাওয়াত। ওই ঘটনায় মারা গিয়েছিলেন তাঁর স্ত্রী মধুলিকা রাওয়াত এবং আরও ১২ সেনা আধিকারিক ও কর্মী। তারপর থেকেই ওই পদটি খালি রয়েছে। সব ঠিক থাকতে সেনা প্রধানের পদ থেকে অবসরের পর ওই পদে বসতে পারেন সেনাপ্রধান এমএম নরবনে। 


পদ-পরিবর্তন:
গত তিন মাসে বেশ কয়েকজন বরিষ্ঠ উচ্চপদস্থ সেনা আধিকারিক অবসর নিয়েছেন। জানুয়ারিতেও বেশ কয়েকজন বরিষ্ঠ ও উচ্চপদস্থ সেনাকর্তা অবসর নিয়েছেন। লেফটেন্যান্ট জেনারেল সিপি মোহান্তি (Lieutenant General C.P. Mohanty ), লেফটেন্যান্ট জেনারেল ওয়াই কে জোশী (Lt Gen Y.K. Joshi ) ৩১ জানুয়ারি অবসর নিয়েছেন। এখন বাহিনীতে নরবনের পরেই সবচেয়ে বরিষ্ঠ রয়েছেন লেফটেন্যান্ট জেনারেল মনোজ পান্ডে। ৩১ মার্চ অবসর নিয়েছেন আর্মির ট্রেনিং কমান্ডের (ARTRAC) প্রধান লেফটেন্যান্ট জেনারেল রাজ শুক্লা (Lt Gen Raj Shukla).সূত্রের খবর, তাঁর পরে ARTRAC-এর দায়িত্ব নিতে পারেন লেফটেন্যান্ট জেনারেল এসএস মহাল (Lt Gen S.S. Mahal). নিয়ম মেনেই বদল আসতে পারে ভারতীয় সেনার বেশ কিছু উচ্চপদেও। 


আরও পড়ুন: গত সাত বছরে প্রতিদিন ১০০ কোটির ব্যাঙ্ক দুর্নীতি, জানাল রিজার্ভ ব্যাঙ্ক